দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফি মকুবের আর্জি ফেরাল সুপ্রিম কোর্ট

TV9 বাংলা ডিজিটাল: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফি মকুবের আর্জি (Plea) ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আবেদনকারীদের আদালত জানায়, এ বিষয়ে নির্দিষ্ট জায়গায় গিয়েই তারা যেন বিষয়টি উত্থাপিত করে। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এমআর শাহ’র বেঞ্চ মঙ্গলবার এই আর্জি খারিজ করে দেয়। বেঞ্চের বক্তব্য, “কীভাবে আদালত সরকারকে এটা করার […]

দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফি মকুবের আর্জি ফেরাল সুপ্রিম কোর্ট
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Nov 17, 2020 | 10:09 AM

TV9 বাংলা ডিজিটাল: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফি মকুবের আর্জি (Plea) ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আবেদনকারীদের আদালত জানায়, এ বিষয়ে নির্দিষ্ট জায়গায় গিয়েই তারা যেন বিষয়টি উত্থাপিত করে। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এমআর শাহ’র বেঞ্চ মঙ্গলবার এই আর্জি খারিজ করে দেয়। বেঞ্চের বক্তব্য, “কীভাবে আদালত সরকারকে এটা করার কথা বলতে পারে? আপনাদের উচিৎ সরকারের সঙ্গে কথা বলা।”

‘সোশ্যাল জুরিস্ট’ নামে এক এনজিও (NGO) সুপ্রিম কোর্টে আর্জি জানায়, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি যেন মকুব করে দেওয়া হয়। এ বিষয়ে তারা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করে। আবেদনকারীদের বক্তব্য, করোনা আবহের কথা মাথায় রেখে দেশের সর্বোচ্চ আদালত সিবিএসই ও দিল্লি সরকারকে ফি মকুবের নির্দেশ দিক। আবেদনে বেশ কয়েকজন অভিভাবকের আর্থিক দুর্দশার কথাও লেখা হয়। ওই এনজিওর তরফে আইনজীবী জানান, ফি মকুব না করা হলেও যাতে পুরনো ফি নেওয়া হয় সে দিকটাও দেখা দরকার।

এর আগে এই আর্জির শুনানি নাকচ করে দেয় হাই কোর্টও। আবেদনকারী এনজিওর তরফে তাদের আইনজীবী জানান, আগেই তারা রাজ্য সরকারের কাছে এই পরীক্ষা ফি দেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছিল। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। এই কোভিড (Covid-19) পরিস্থিতিতে সরকারের পক্ষে এই অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয় বলেই জানিয়ে দেওয়া হয়।