আশায় বাঁচছে বাজার, জিডিপি গেরো কাটিয়েই সচল দালাল স্ট্রিট
অদূর ভবিষ্যতে কলকারখানা খোলার সম্ভাবনা দেখছেন লগ্নিকারীরা। তাই শেয়ার বাজারে লগ্নি আসছে।
মুম্বই: ২০২০-২১ অর্থবর্ষে দেশের জিডিপি (GDP) সঙ্কুচিত হয়েছে ৭.৩ শতাংশ। ৪ দশক ধরে দেশের জিডিপি একবারও ঋণাত্মক হয়নি। কিন্তু করোনাকালে সেটাও হল। তবে তার প্রত্যক্ষ কোনও প্রভাব ধরা পড়ছে না শেয়ার বাজারে। কারণ বাজার খোলার পর থেকেই চাঙ্গা সেনসেক্স নিফটি। জিডিপি সঙ্কোচনের কোনও প্রভাবই নেই বাজারে।
সেনসেক্সের সর্বকালীন রেকর্ড ৫২,১৫৪.১৩ অঙ্ক। আর মঙ্গলবার দপুর ১২টা ১৮ মিনিটে সেনসেক্স ৫১ হাজার ৯৫৪ অঙ্কে। নিফটিও ১৫ হাজার ১৬৬ পয়েন্টে। বিগত কয়েকদিন ধরেই টানা ফুলে ফেঁপে উঠছিল শেয়ার বাজার। সোমবার যখন দালাল স্ট্রিটের বাজার বন্ধ হয়েছিল, তখন সেনসেক্স ৫১৪ পয়েন্ট বেড়ে হয়েছিল ৫১, ৯৩৭.৪৪ অঙ্ক। আর নিফটি ১৪৫ পয়েন্ট বেড়ে থিতু হয়েছিল ১৫,৫৮২.৮০ অঙ্কে।
শেয়ার বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন। দিল্লিতে লকডাউন লঘু হয়েছে। পশ্চিমবঙ্গেও খুলেছে খুচরো বাজার। এই সম্ভাবনাতেই আশা দেখছেন লগ্নিকারীরা। দেশ দ্বিতীয় সংক্রমণে বিধ্বস্ত হলেও বিগত কয়েকদিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মকভাবে কমেছে। তাতেই অদূর ভবিষ্যতে কলকারখানা খোলার সম্ভাবনা দেখছেন লগ্নিকারীরা। তাই শেয়ার বাজারে লগ্নি আসছে। অন্যদিকে কাজ করছে দেশের জিডিপি ঘুরে দাঁড়ানোর আশাও। কারণ একাধিক সংস্থা পূর্বাভাস দিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ঘুরে দাঁড়াবে ভারতের জিডিপি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে সম্প্রসারিত হতে পারে ১১ শতাংশ।
আরও পড়ুন: করোনাকালে বড় ঘোষণার ইপিএফওর, টাকা তোলায় নয়া সুবিধা