Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Election 2025: নির্বাচনের পাঁচ দিন আগেই দলে বড় ভাঙন! কেজরীর হাত ছাড়ল সাত বিধায়ক

Delhi Election 2025: শুক্রবার, নির্বাচনের দিন পাঁচেক আগেই ইস্তফা দিলেন আপের সাত নেতা। দলীয় সূত্রে খবর, আসন্ন নির্বাচনের প্রার্থী টিকিট না পাওয়ার ক্ষোভেই দল ছেড়েছেন তারা।

Delhi Election 2025: নির্বাচনের পাঁচ দিন আগেই দলে বড় ভাঙন! কেজরীর হাত ছাড়ল সাত বিধায়ক
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 6:38 PM

নয়াদিল্লি: হাতে পড়ে নেই একটা সপ্তাহও। তার আগেই দিল্লির শাসকদলের অন্দরে বড় ভাঙন। এক ধাক্কায় আপের হাত ছেড়ে দিলেন সাত বিধায়ক। ভোটমুখী দিল্লিতে কপালে ভাঁজ পড়ল অরবিন্দ কেজরীবালের। অবশ্য, আপের হাত ছেড়ে কাদের হাত ধরেছেন তারা, এই নিয়ে এখনও কোনও তথ্য় মেলেনি।

শুক্রবার, নির্বাচনের দিন পাঁচেক আগেই ইস্তফা দিলেন আপের সাত নেতা। দলীয় সূত্রে খবর, আসন্ন নির্বাচনের প্রার্থী টিকিট না পাওয়ার ক্ষোভেই দল ছেড়েছেন তারা। তবে এবার আপ ছেড়ে বিজেপির দিকে গিয়েছেন কিনা ক্ষুদ্ধ নেতারা, সেই নিয়েও এখনও কোনও তথ্য মেলেনি বললেই চলে।

নরেশ কুমার, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদন লাল, পবন শর্মা, ভূপিন্দর সিংহ জুন ও ভাওয়া গোদ। গত নির্বাচনে প্রত্যেকেই আপের টিকিটে দাঁড়িয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। কিন্তু চলতি বছরে টিকিট না মেলায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এই সাত বিধায়কের মধ্যে ভূপিন্দর সর্বপ্রথম রাগের বশে দল ছাড়েন। তারপর তার দেখাদেখি বাকিরাও সেই পথে এগোন বলে খবর আপ সূত্রে।

সম্প্রতি পঞ্জাব আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ক্ষুদ্ধ বিধায়কদের মধ্যে একজন নরেশ কুমার। ২০১৬ সালের একটি মামলায় দু’বছরের জেলও হয়েছে তার।

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ফল বেরবে ৮ ফেব্রুয়ারি। আর তার আগেই যুযুধান দিল্লির দুই অন্যতম শিবির। চলতি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যায়নি আপ। তার ফলে শরিক কংগ্রেস, দিল্লির নির্বাচনে এখন আপের বিরোধী। অন্যদিকে, কেজরীবালকে হারাতে মরিয়া হয়ে উঠেছে পদ্ম শিবিরও।