Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনে বসবে বিয়ের আসর! জানেন কার বিয়ে হচ্ছে?

Rashtrapati Bhavan: বলে রাখা ভাল, পাত্রও কিন্তু যুক্ত দেশের নিরাপত্তার সঙ্গেই। নাম অবনীশ কুমার। জম্মু-কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত রয়েছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি চার হাত এক হবে তাদের।

Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনে বসবে বিয়ের আসর! জানেন কার বিয়ে হচ্ছে?
রাষ্ট্রপতি ভবনImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2025 | 7:11 PM

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন! এমনটাও আবার সম্ভব নাকি? ভারতের ইতিহাসেও প্রথমবার। সরকারি আধিকারিকের বিয়ে তাও আবার রাষ্ট্রপতি ভবনে। পাত্রী কে? তিনি মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুণম গুপ্ত। বর্তমানে রাষ্ট্রপতি ভবনেই পিএসও হিসাবে কর্মরত তিনি।

বলে রাখা ভাল, পাত্রও কিন্তু যুক্ত দেশের নিরাপত্তার সঙ্গেই। নাম অবনীশ কুমার। জম্মু-কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত রয়েছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি চার হাত এক হবে তাদের। আর এই অনুষ্ঠানের প্রস্তুতি দিয়েছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। থাকবে পাত্র-পাত্রীর পরিবার-পরিজন ও বন্ধুরা। রাজকীয়তাকে এড়িয়ে একেবার নিরবে নিভৃতেই সেরে ফেলে হবে বিয়ে।

অবশ্য, অনেক তো বলছেন রাষ্ট্রপতি ভবনে বিয়ে তা আবার কখনও সাদামাটা হতে পারে নাকি? ব্যাপারটা তো শুনতেই রাজকীয়। কোনও আয়োজন না করেই এটা রাজকীয় একটা ব্যাপার। কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলছেন রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব?

কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা গিয়েছে, তা সম্ভব। বিশিষ্ট জনেরা এমন করার ক্ষমতা রাখেন। কিন্তু, একজন সরকারি আধিকারিক হিসাবে রাষ্ট্রপতি ভবনে বিয়ে একেবারে বেনজির। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুণমের কাজের প্রতি দৃঢ়তা এবং তার নানা কাজে বেশ খুশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই কারণেই পুণম বিয়ে করছেন শুনে তিনি নাকি নিজেই বিয়ের কাজের জন্য রাষ্ট্রপতি ভবন দিতে আগ্রহ দেখান। ভবনের মাদার টেরেজা কমপ্লেক্সে আয়োজন হবে সেই বিবাহ অনুষ্ঠানের।