Shiv Sena MLA: ‘মন্ত্রিত্ব না পেলে আমার স্ত্রী আত্মহত্যা করবেন’, অভাবনীয় যুক্তি বিধায়কের

Maharashtra Government: একের পর এক বিধায়কদের মন্ত্রিত্বের দাবিতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে যে চাপে পড়েছেন, তা গোগালের বক্তব্যেই স্পষ্ট। যদিও বিক্ষুব্ধ বিধায়কদের বার্তা দিয়ে তিনি বলেছেন, "শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছেন কারণ জনগণ তাঁকে পছন্দ করেন।"

Shiv Sena MLA: 'মন্ত্রিত্ব না পেলে আমার স্ত্রী আত্মহত্যা করবেন', অভাবনীয় যুক্তি বিধায়কের
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 4:18 PM

মুম্বই: ফের মহারাষ্ট্রের রাজনীতিতে কোন্দল! মন্ত্রিত্বের দাবিতে এবার বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে শিন্ডে শিবিরের (Eknath Shinde) বিধায়কদের মধ্যে। কেউ বলছেন, মন্ত্রিসভায় ঠাঁই না দিলে স্ত্রী আত্মহত্যা করবেন। আবার কারও দাবি, মন্ত্রিসভায় ঠাঁই না পেলে কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে ‘শেষ’ করে দেবেন। আবার কেউ মন্ত্রিত্ব না পেলে বিধায়কের পদেও ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বিধায়কদের বিক্ষুব্ধের কথা স্বীকার করে নিয়েছেন শিবসেনার (Shiv Sena) চিফ হুইপ তথা রায়গড়ের বিধায়ক ভরত গোগালে।

মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে যে দলের অনেক বিধায়কই যে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, সেকথা স্বীকার করে নিয়েছেন ভরত গোগালে। বিধায়কদের নাম না করেই তিনি বলেন, “এক বিধায়ক জানিয়েছেন তাঁকে যদি মন্ত্রী করা না হয়, তাহলে তাঁর স্ত্রী আত্মহত্যা করবেন। আবার কোঙ্কন অঞ্চলেক এক বিধায়ক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁকে মন্ত্রী করা না হলে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণা রানে তাঁকে ফিনিশ করে দেবেন। আরেক বিধায়ক আবার মন্ত্রিত্ব না পেলে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন।”

সবমিলিয়ে, একের পর এক বিধায়কদের মন্ত্রিত্বের দাবিতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে যে চাপে পড়েছেন, তা গোগালের বক্তব্যেই স্পষ্ট। যদিও বিক্ষুব্ধ বিধায়কদের বার্তা দিয়ে তিনি বলেছেন, “শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছেন কারণ জনগণ তাঁকে পছন্দ করেন।”

গোগালেও দীর্ঘদিন ধরে মন্ত্রিত্বের পদের জন্য অপেক্ষা করছিলেন। ২০২২ সালে যখন উদ্ধব ঠাকরের নেতৃত্বের বিরুদ্ধে বিধায়কেরা বিক্ষুব্ধ হন, সেই সারিতে ছিলেন গোগালেও। তারপর একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর আসনে বসলে তিনিও মন্ত্রিত্বের দৌড়ে ছিলেন। কিন্তু, পরিস্থিতি বুঝে তিনি শেষ পর্যন্ত সেই দৌড় থেকে সরে আসেন। সেই প্রসঙ্গ তুলে বিক্ষুব্ধ বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে তিনি বলেন, “যখন আমি দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী বিপাকে পড়ছেন, তখন আমি মন্ত্রিত্বের দৌড় থেকে সরে আসি। কিন্তু তাতে কী? এক বিধায়ক বলছেন তাঁর স্ত্রী আত্মহত্যা করবেন। আরেকজন বলছেন নারায়াণা রানে শেষ করে দেবেন। আরেকজন বলছেন ইস্তফা দেবেন।” বিক্ষুব্ধ বিধায়কদের বোঝানোরও চেষ্টা করছেন দলের চিফ হুইপ। মন্ত্রিত্ব না এলে নারায়ণা রানে শেষ করে দেবেন না, একটি আসন আজ ছাড়লে কাল দুটি আসন পাওয়া যাবে বলেও বার্তা দেন ভরত গোগালে।

প্রসঙ্গত, গত ২ জুলাই একনাথ শিন্ডের মন্ত্রিসভার বিস্তার হয়েছে। এনসিপি থেকে অজিত পওয়ার-সহ ৯ জন বিধায়ক মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেন। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন অজিত পওয়ার। এনসিপি-র বিধায়কদের মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়েই শিন্ডে শিবিরে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে।