Minor Rape Case : ধর্ষণের পর ব্ল্যাকমেইল, হাতানো হয়েছে ১৫ লক্ষ টাকা, নাম জড়াল বিধায়কের ছেলের

Minor Rape Case : ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে রাজস্থানের দাসুয়া জেলায়। অভিযোগ উঠেছে কংগ্রেসের এক বিধায়কের ছেলের বিরুদ্ধে।

Minor Rape Case : ধর্ষণের পর ব্ল্যাকমেইল, হাতানো হয়েছে ১৫ লক্ষ টাকা, নাম জড়াল বিধায়কের ছেলের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 10:15 PM

জয়পুর : এইবার রাজস্থানে অস্বস্তিতে কংগ্রেস। একজন ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে রাজস্থানের দাসুয়া জেলায়। অভিযোগ উঠেছে কংগ্রেসের এক বিধায়কের ছেলের বিরুদ্ধে। রাজগড় এবং আলওয়ারের কংগ্রেস বিধায়ক জোহারি লাল মিনার ছেলে দীপক মিনার বিরুদ্ধে অভিযোগ করেছেন নাবালিকা। তাঁর নামে পুলিশে অভিযোগেও দায়ের করা হয়েছে। এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস নেতৃবৃন্দ। এদিকে পাঁচ রাজ্যে কোথাও মাথা তুলে দাঁড়াতে পারেনি কংগ্রেস। নিজেদের জমি হারিয়েছে পঞ্জাবে। যে কয়েকটা রাজ্যে কংগ্রেস এখনো ক্ষমতায় রয়েছে তার মধ্যে রাজস্থান একটি। ফলে কংগ্রেসের মাটিতে খোদ কংগ্রেসের বিধায়কের ছেলের বিরুদ্ধে এত বড় অভিযোগে অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব।

গত ২০ মার্চ অভিযোগ দায়ের করেছিলেন এই নাবালিকা। তিনি জানিয়েছিলেন, তাঁকে গত বছর একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে ড্রাগ দেওয়া হয়েছিল এবং তারপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ সেই নাবালিকার। শুধু ধর্ষণেই শেষ নয়। কংগ্রেস বিধায়কের ছেলের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন সেই কিশোরী। তিনি বলেছেন, ধর্ষণের পর তাঁকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। তারপর তাঁকে টাকা এবং গয়না দিতে হয়েছিল। যার মূল্য় ছিল ১৫ লক্ষ টাকা। তাঁর কিছু গোপন ছবি সোশ্য়াল মিডিয়াতে আপলোড করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি।

সূত্রের খবর, এই ঘটনায় এফআইআর দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সূত্রের খবর, তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় বিধায়কের ছেলের নাম জড়িয়ে পড়ায় গেহলট সরকার অস্বস্তিতে পড়েছে। এবং এই বিতর্ক থেকে বড় কোনো রাজনৈতিক বিতর্ক দানা বাঁধবে না তা নিশ্চিত করে বলা যায় না। এদিকে রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট নিজে এই নিজে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব সামলাচ্ছেন এবং রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে রয়েছেন। এই সুযোগকে হাতিয়ার করে কংগ্রেস সরকারকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

আরও পড়ুন :  Karnataka Hijab Controversy : বোর্ড পরীক্ষার প্রথম দিনই হিজাব তরজা, পরীক্ষার্থীকে খুলতে বলা হল বোর্খা, তারপর…