Supreme Court: ৬০০০ টাকা পেনশন পান অবসরপ্রাপ্ত বিচারপতি! শুনেই চমকে উঠল সুপ্রিম কোর্ট

Supreme Court: এক অবসরপ্রাপ্ত বিচারপতির করা মামলার শুনানি চলছিল বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে।

Supreme Court: ৬০০০ টাকা পেনশন পান অবসরপ্রাপ্ত বিচারপতি! শুনেই চমকে উঠল সুপ্রিম কোর্ট
ফাইল চিত্র।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 9:34 AM

নয়া দিল্লি: এক অবসরপ্রাপ্ত বিচারপতির পেনশন ৬০০০ থেকে ১৫,০০০ টাকা! সুপ্রিম কোর্টে চলা একটি মামলায় এই তথ্য সামনে এল। পেনশনের অঙ্ক শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করল শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ।

মামলাকারী একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এলাহবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন তিনি। তার আগে জেলা আদালতে জুডিশিয়াল অফিসার হিসেবে ১৩ বছর কর্মরত ছিলেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, ১৫,০০০ টাকা পেনশন পান তিনি। তিনি জানিয়েছেন, পেনশনের হিসেব করার সময় জুডিশিয়াল অফিসার হিসেবে তাঁর কর্মজীবন বাদ দেওয়া হচ্ছে।

বিচারপতি বি আর গাভাই, বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে ছিল মামলার শুনানি। আবেদন শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা। ডিভিশন বেঞ্চ বলে, ‘একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ৬০০০ বা ১৫,০০০ টাকা পেনশন পান, এটা বিস্ময়কর। এটা কীভাবে সম্ভব?’

বিচারপতি গাভাই বলেন, ‘কোনও কোনও রাজ্যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়।’ বিভিন্ন আদালতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয় বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। আগামী ২৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত মার্চ মাসে পৃথক একটি মামলা শোনার সময় শীর্ষ আদালত বলেছিল, হাইকোর্টের বিচারপতিদের পেনশনের হিসেব করার সময় কোনও বিভেদ রাখা যাবে না। জেলা আদালত থেকে এসেছেন, নাকি বার থেকে- তা বিচার করে পেনশন ঠিক করা যাবে না। সেই মামলায় এটাও বলা হয়েছিল যে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হাইকোর্টের বিচারপতি হিসেবে শেষ যত বেতন পেয়েছেন, তার ওপর ভিত্তি করেই পেনশন নির্ধারণ করতে হবে।