Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে ভিন রাজ্যের হাইকোর্টে মামলা স্থানান্তরের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Recruitment Scam Cases: মামলাকারীদের আর্জি ছিল, নিয়োগ দুর্নীতির অন্যান্য মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে রাজ্যের বাইরের কোনও হাইকোর্টে যাতে স্থানান্তর করে দেওয়া হয়। কিন্তু সেই আর্জি ধোপে টিকল না শীর্ষ আদালতে।

Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে ভিন রাজ্যের হাইকোর্টে মামলা স্থানান্তরের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 7:55 PM

নয়া দিল্লি: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে অনেক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে পড়েছে। সেই সব শিক্ষকদের একটি অংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আর্জি ছিল, নিয়োগ দুর্নীতির অন্যান্য মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে রাজ্যের বাইরের কোনও হাইকোর্টে যাতে স্থানান্তর করে দেওয়া হয়। কিন্তু সেই আর্জি ধোপে টিকল না শীর্ষ আদালতে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। ফলে শীর্ষ আদালত ওই আবেদন খারিজ করে দেওয়ার ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই থাকছে নিয়োগ দুর্নীতির মামলাগুলি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে। বিভিন্ন সময়ে কড়া নির্দেশও দিয়েছেন তিনি। অতীতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনেকের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের একটি অংশ ‘সুপ্রিম’  দুয়ারে গেলেও নিজেদের পক্ষে কোনও নির্দেশ পেলেন না। বাইরের রাজ্যের আদালতে মামলা স্থানান্তরের আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত, কিছুদিন আগে নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলারও শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে। একাদশ-দ্বাদশের ওএমআর শিট প্রকাশের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলাটির শুনানি হয় বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে। তাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ওএমআর শিটগুলি প্রকাশ না করে মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়ার জন্য। যদিও নামের তালিকা প্রকাশের ক্ষেত্রে হাইকোর্টের যে নির্দেশ ছিল, তাতে কোনও আপত্তি জানায়নি সুপ্রিম কোর্ট। কেবল ওএমআর শিটগুলি মুখবন্ধ খামে জমার নির্দেশ দেওয়া হয়েছিল।