Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MK Stalin Urges Modi : ‘সরকারি দফতরে তামিলকে সরকারি ভাষা করা হোক,’ মোদীর কাছে আবেদন স্ট্যালিনের

MK Stalin Urges Modi : চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানে তামিলনাড়ুর বিভিন্ন সরকারি দফতরে ও মাদ্রাজ হাইকোর্টে তামিলকে সরকারি ভাষা হিসেবে কার্যকর করার জন্য মোদীকে আবেদন করেছেন স্ট্যালিন।

MK Stalin Urges Modi : 'সরকারি দফতরে তামিলকে সরকারি ভাষা করা হোক,' মোদীর কাছে আবেদন স্ট্যালিনের
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2022 | 9:56 PM

চেন্নাই : ভাষা বিতর্কে নয়া মোড়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তামিল ভাষা নিয়ে একটি আর্জি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর আবেদন, সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিস ও মাদ্রাজ হাইকোর্টে তামিলকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করুক প্রধানমন্ত্রী। হিন্দিকে ‘রাষ্ট্র ভাষা’ করার দাবি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু গিয়েছে দেশ জুড়ে। সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই আবেদনে ভাষা বিতর্ক নয়া মোড় নিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গিয়েছে স্ট্যালিন ও মোদীকে। সেই মঞ্চ থেকে একাধিক নতুন প্রকল্প ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মোদী। রাজনৈতিকভাবে ডিএমকে ও বিজেপি একে অপরের বিরোধিতা করে। কিন্তু এদিন প্রধানমন্ত্রীর কাছে নিজের আর্জি র কথা তুলে ধরেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপির সরকার আসার পর থেকেই দেশ জুড়ে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে কার্যকর করার কথা বারবার তুলেছে বিজেপি। বিরোধী দল শাসিত রাজ্য়গুলি থেকে বরাবর প্রতিরোধও পেয়েছে বিজেপি। তার মধ্যে একটি রাজ্য হল তামিলনাড়ু। দক্ষিণী রাজ্য় বরাবরই নিজেদের ভাষা নিয়ে অহংকার করে। তাঁরা কোনোমতেই হিন্দিকে সরকারি ভাষা হিসেবে মেনে নিতে নিমরাজি থেকেছে। হিন্দির বিরুদ্ধে তামিলনাড়ুর বিরোধিতা নতুন নয়। স্বাধীনতার আগে ও পরে বহুবার তামিলনাড়ুর জনগণ বহুবার হিন্দির বিরুদ্ধে গর্জে উঠেছে।

সম্প্রতি নরেন্দ্র মোদী জয়পুরে অনুষ্ঠিত বিজেপির জাতীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিজেপি সব স্থানীয় ভাষাকে সম্মান করে। জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ তুলে তিনি জানিয়েছিলেন, সেখানে সমস্ত স্থানীয় ভাষাকে জায়গা দেওয়া হয়েছে। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই আবেদনে মোদী কী সাড়া দেন তা এখনও জানা যায়নি।