Recruitment Scam: গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে ছিল তদন্তের নির্দেশ, এবার সেই মামলা শুনবে সুপ্রিম কোর্ট
Recruitment Scam: ২০২২ সালে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বলে, রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি, যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই।

নয়া দিল্লি: চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। দীর্ঘ শুনানির পর এসএসসি-র নিয়োগ করা ২৫ হাজারের বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে। আর এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
বৃহস্পতিবার এসএসসি সংক্রান্ত নিয়োগ-মামলার রায় ঘোষণা হওয়ার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল ওই মামলা শুনবে শীর্ষ আদালত। যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলাই এবার শুনবে সুপ্রিম কোর্ট।
সুপারনিউমেরারি পোস্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল। ২০২২ সালে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বলে, রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি, যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই।
পরে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না সিবিআই।
হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ যখন ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করার কথা ঘোষণা করেছিল, তখনই আদালত বলেছিল, দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই।





