Terrorist killed: উপত্যকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে নিকেশ ১ জঙ্গি, আহত পুলিশ আধিকারিক
Encounter: রেয়াসি জেলার গালি সোহাব গ্রামের তুলি এলাকায় লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর ২ সদস্য আত্মগোপন করে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার ভিত্তিতেই সেনা ও পুলিশের যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়।
শ্রীনগর: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir)। সোমবার জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় নিরাপত্তারক্ষী বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ১ জঙ্গির (Terrorist)। দু-পক্ষের গুলির লড়াইয়ে এক পুলিশ আধিকারিকও আহতও হয়েছেন। তবে আরও এক জঙ্গি লুকিয়ে রয়েছে। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
সেনা-পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত জঙ্গি লস্কর-ই-তৈবা গোষ্ঠীর সদস্য বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কেননা লস্কর-ই-তৈবার ২ জঙ্গি রেয়াসি জেলার গালি সোহাব গ্রামে আত্মগোপন করেছে খবর পেয়েই অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী। জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং এনকাউন্টারে ১ জঙ্গির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এখনও ১ জঙ্গি লুকিয়ে রয়েছে এবং তার খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে এডিজিপি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,রেয়াসি জেলার গালি সোহাব গ্রামের তুলি এলাকায় লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর ২ সদস্য আত্মগোপন করে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে এদিন সেনা ও পুলিশের যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। সেনা ও পুলিশের যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলতেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দু-পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর নিকেশ হয় ১ জঙ্গি। তবে এক পুলিশ আধিকারিকও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরেক জঙ্গির খোঁজে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে বলে এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন।
প্রসঙ্গত, গত মাসে স্বাধীনতা দিবসের আগে কিছু জঙ্গি সীমান্তরেখা পেরিয়ে উপত্যকায় ঢুকেছে এবং নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সূত্রে খবর মিলেছিল। তারপর গত ৭ অগস্ট জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল ২ জঙ্গি। সেনা-পুলিশের তৎপরতার সঙ্গে সেই অনুপ্রবেশ আটকে দেয় এবং এনকাউন্টারে ১ জঙ্গির মৃত্যু হয়। আরেকজন গুলিবিদ্ধ হয়।