Drugs Recovery: লাল ট্রলি ব্যাগেই ৪০ কোটির ‘গুপ্তধন’, সাদা প্যাকেট খুলতেই নাক চাপলেন আধিকারিকরা
Crime News: ডিরেক্টরেট অব রেভিনিউ-র তথ্য অনুযায়ী, গোপন সূত্রে আগেই খবর মিলেছিল বিদেশ থেকে বিপুল পরিমাণ মাদক ভারতে পাচার করা হচ্ছে। সেই খবর পেয়েই তল্লাশি চালাতে শুরু করেন আধিকারিকরা। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে আগত থাইল্যান্ডের এক যুবতীকে আটক করা হয়।
মুম্বই: একের পর এক ফ্লাইট অবতরণ। নিয়মমাফিকই তল্লাশি চলছিল আন্তর্জাতিক বিমানে আগত যাত্রীদের। হঠাৎ ইথিওপিয়া থেকে আগত এক মহিলা যাত্রীকে দেখে সন্দেহ জাগল এক বিমানবন্দর আধিকারিকের মনে। বিমানবন্দরের স্ক্যানারে ব্য়াগ স্ক্যান করে ধরা পড়েনি কিছু। কিন্তু গোয়েন্দার চোখ, জোর করেই খোলানো হল ব্যাগ। ভাল করে খোঁজাখুঁজি করতেই মিলল বড় বড় প্যাকেট। সাদা পাউডারের মতো দেখতে কিছু একটা উদ্ধার হল তার ভিতর থেকে। গন্ধ শুঁকতেই মাথায় হাত আধিকারিকদের। ৪০ কোটি টাকার গুপ্তধন উদ্ধার হল মহিলার ব্যাগ থেকে। কী ছিল ওই ব্যাগে জানেন?
শুক্রবার ডিরেক্টরেট অব রেভিনিউ-র অভিযানে মিলল বড় সাফল্য। মুম্বই বিমানবন্দর থেকে ২১ বছর বয়সী এক যুবতীকে গ্রেফতার করা হল। বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর কাছ থেকে। থাইল্যান্ডের নাগরিক ওই যুবতীর বিপুল পরিমাণ কোকেন নিয়ে আসছিল বলেই জানা গিয়েছে।
ডিরেক্টরেট অব রেভিনিউ-র তথ্য অনুযায়ী, গোপন সূত্রে আগেই খবর মিলেছিল বিদেশ থেকে বিপুল পরিমাণ মাদক ভারতে পাচার করা হচ্ছে। সেই খবর পেয়েই তল্লাশি চালাতে শুরু করেন আধিকারিকরা। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে আগত থাইল্যান্ডের এক যুবতীকে আটক করা হয়।
ওই যুবতীর ব্যাগে প্রাথমিকভাবে স্ক্যান ও তল্লাশি চালিয়ে কিছু মেলেনি। পরে তার ট্রলি ব্যাগের সেলাই কাটতেই বেরিয়ে আসে একাধিক প্লাস্টিকের প্য়াকেট। তার ভিতরে ছিল সাদা রঙের পাউডার। পরীক্ষা করে জানা যায়, ওই পাউডার আসলে কোকেন। আন্তর্জাতিক বাজারে এই মাদকের দাম ৪০ কোটি টাকা। ধৃত যুবতীর বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনে মামলা দায়ের করা হয়েছে।