‘যাঁরা দেশিয় ভ্যাকসিন নিয়ে বিদ্রূপ করেছেন, তাঁরাই সবার আগে লাইনে দাঁড়াচ্ছেন’
দু'দিনের জন্য ১৩০০ ক্যাম্প তৈরি করে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার বিশেষ ব্যবস্থা করলেন বিপ্লব দেব (Biplab Deb)
আগরতলা: আজ থেকে দু’দিনের বিশেষ টিকাকরণ প্রক্রিয়া শুরু করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজ্য জুড়ে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। রাজ্য জুড়ে ১,৩৪২টি ক্যাম্প তৈরি করে টিকা দেওয়া হয়েছে। সোমবার আগরতলার আইএমএ হাউস থেকে এই প্রোগ্রামের সূচনা করেন বিপ্লব দেব। এ দিনই ভ্যাকসিন প্রক্রিয়া নিয়ে মোদী সরকারের প্রশংসা করে একটি ফেসবুক পোস্টও করেন তিনি।
ফেসবুকে বিরোধীদের কটাক্ষ করে তিনি লিখেছেন, নিন্দুকদের যাঁরা কোভিডের দেশীয় ভ্যাকসিন নিয়ে সমালোচনা করতেন তাঁরাই এখন টিকা নেওয়ার জন্য সবার আগে লাইনে দাঁড়াচ্ছেন। তাঁর দাবি, কেউ কল্পনাও করেননি দেশের মাটিতেই তৈরি হবে কোভিড প্রতিষেধক টিকা। প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিপ্লব দেব লিখেছেন, ‘কোভিডের প্রথম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ১৩০ কোটি মানুষকে রক্ষা করতে লকডাউন ঘোষণা করেছিলেন। তখন অনেকে সমালোচনা করেছিলেন। কিন্তু সবাই ঘরে থাকলেও প্রধানমন্ত্রী বসে ছিলেন না। সারা দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন তিনি। তার ফল আজ চাক্ষুষ করা যাচ্ছে।’
আরও পড়ুন: ‘ওম-আল্লাহ’ নিয়ে যোগদিবসে ‘বিতর্কিত’ টুইট কংগ্রেস নেতা অভিষেকের
করোনা পরিস্থিতিতে খাদ্যের সংস্থান নিয়েও মোদীর প্রশংসা করে তিনি বলেন, ‘নিন্দুকদের একটা অংশ ভেবেছিল যে, মহামারীতে অনাহারে মৃত্যু হবে এবং সেই সংখ্যাকে ইস্যু করে তাঁরা রাজনীতি করবেন। কিন্তু মোদীর দিশায় প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার দৌলতে দেশের মানুষকে এই সঙ্কটের মধ্যেও অভুক্ত থাকতে হয়নি।’