Truck Runs Over Wedding Procession: বরযাত্রীর শোভাযাত্রার উপর ট্রাক উল্টে মৃত অন্তত ৬, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Accident: বরযাত্রীর দলটি শোভাযাত্রা করে যাচ্ছিল। সুলতানপুর এলাকায় ট্রাকটি ওই শোভাযাত্রা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বেসামাল হয়ে বরযাত্রীদের শোভাযাত্রার উপর ট্রাকটি উল্টে যায়। ট্রাক চাপা পড়েই ৬ বরযাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন ১১ জন।

Truck Runs Over Wedding Procession: বরযাত্রীর শোভাযাত্রার উপর ট্রাক উল্টে মৃত অন্তত ৬, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Mar 12, 2024 | 7:16 AM

রাইসেন: আনন্দ পরিণত হল বিষাদে। বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে বরযাত্রীরা। ট্রাক উল্টে গেল শোভাযাত্রা করে যাওয়া বরযাত্রীদের দলের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১১ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের রাইসেন জেলায়। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

রাইসেন জেলা কালেক্টরেট অরবিন্দ দুবে জানান, বরযাত্রীর দলটি হোাশানগাবাদ জেলার আনতালখেড়া এলাকা থেকে আসছিল। রাইসেন জেলার খামারিয়া গ্রামের কাছে সোমবার রাক ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরযাত্রীর দলটি শোভাযাত্রা করে যাচ্ছিল। সুলতানপুর এলাকায় ট্রাকটি ওই শোভাযাত্রা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বেসামাল হয়ে বরযাত্রীদের শোভাযাত্রার উপর ট্রাকটি উল্টে যায়। ট্রাক চাপা পড়েই ৬ বরযাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন ১১ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভোপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জেলা কালেক্টরেট জানিয়েছেন। আহত ও নিহতদের মধ্যে অধিকাংশ ওই শোভাযাত্রায় আলো নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন সুলতানপুর থানার আধিকারিক রজত সারাথে। এদিকে, এই দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়েছে। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। এছাড়া আহতদের ৫০ হাজার দেওয়ার কথা জানিয়েছেন। আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন।