WITT-তে বসবে চাঁদের হাট, মঞ্চে থাকবেন রবিনা-কঙ্গনা থেকে ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত পরিচালক শেখর কাপুর
What India Thinks Today: এই কনক্লেভের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও শিল্প থেকে ক্রীড়া, বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের প্রথম দিনে, ২৫ ফেব্রুয়ারি "বাউন্ডলেস ইন্ডিয়া:বিয়ন্ড বলিউড" নামক একটি অনুষ্ঠান রয়েছে, এতে অংশ নেবেন দেশ-বিদেশের বিনোদন জগতের নামকরা ব্যক্তিত্বরা।
নয়া দিল্লি: দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9 । তাদের তরফে আয়োজন করা হয়েছে এক বিশাল কনক্লেভের, যার নাম হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে। আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এটি অনুষ্ঠানের দ্বিতীয় সংস্করণ। এবারের থিম “ভারত: পরবর্তী বড় লাপের জন্য প্রস্তুত”। এই কনক্লেভের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও শিল্প থেকে ক্রীড়া, বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের প্রথম দিনে, ২৫ ফেব্রুয়ারি “বাউন্ডলেস ইন্ডিয়া:বিয়ন্ড বলিউড” নামক একটি অনুষ্ঠান রয়েছে, এতে অংশ নেবেন দেশ-বিদেশের বিনোদন জগতের নামকরা ব্যক্তিত্বরা।
কে কে অংশ নেবেন এই অনুষ্ঠানে?
শেখর কাপুর– বলিউডের নামকরা অভিনেতা ও পরিচালক শেখর কাপুর। বলিউডের পাশাপাশি অনেক বিদেশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত সবথেকে জনপ্রিয় সিনেমা হল মিস্টার ইন্ডিয়া, মাসুম ও ব্যান্ডিট কুইন।
ক্রিস্টোফার রিপলে– ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’তে অংশ নেবেন বিখ্যাত সিনেমাটোগ্রাফার ক্রিস্টোফার রিপলে। হলিউডের একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।
রিকি কেজ– বিখ্যাত সঙ্গীতশিল্পী রিকি কেজ। সারা বিশ্বেই জনপ্রিয় তিনি। কর্মজীবনে একাধিক গ্র্যামি পুরস্কার জিতেছেন তিনি।
রাকেশ চৌরাসিয়া– বিখ্যাত বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। ২টি গ্র্যামি পুরস্কার জিতেছেন তিনি।
ভি সেলভা গনেশ– পারকাশনবাদক ভি সেলভাগনেশও এই বছর গ্র্যামি পুরস্কার জিতেছেন। তিনি দক্ষিণ ভারতের একজন বিখ্যাত যন্ত্রশিল্পী এবং দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত।
সামিল হবেন এই শিল্পীরাও-
‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে বসবে চাঁদের হাট। তিনদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন, কঙ্গনা রানাউত। বিশেষ সম্মান দেওয়া হবে দক্ষিণী অভিনেতা আল্লু আর্জুনকে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর, অশ্বিনী বৈষ্ণবের মতো রাজনৈতিক জগতের নেতারাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন এই অনুষ্ঠানে।