Congress-TMC Seat Sharing: মমতা ‘মুখের উপর’ জোটের দরজা বন্ধ করে দিলেও এখনও দুয়ারে দাঁড়িয়ে রাহুলরা!
Lok Sabha Election 2024: তৃণমূলের তরফে বলা হয়েছে, দূরবীন দিয়ে দেখলেও রাজ্যে কংগ্রেসের জন্য তৃতীয় আসন চোখে পড়ছে না। এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা বলেন, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক। রাজনীতিতে এই ধরণের কথা চলতেই থাকে। রাজনীতিতে দু-দিনও অনেক বড় সময় হয়।"
নয়া দিল্লি: দরজা বন্ধ হয়নি, তৃণমূলের (TMC) সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের (Congress)। বিজেপিকে কেন্দ্র থেকে গদিচ্যুত করার জন্য তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট, কিন্তু লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোটের জট বাড়ছে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তবে চলতি সপ্তাহেই উত্তর প্রদেশ ও দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। এবার নজর বাংলার দিকে। শুক্রবারই কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছে। আলোচনার দরজা বন্ধ হয়নি।”
এ দিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “বাংলায় আসন ভাগাভাগি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা চলছে। আলোচনার দরজা বন্ধ হয়নি। আমি বারবার বলে এসেছি, এখনও বলছি। আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি, তবে কথা বলছে। আমি বাংলায় যে ছয়দিন ছিলাম, তখনও এক কথাই বলেছি। আপনারা শোনেননি বা বিশ্বাস করেননি। সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি নিয়েও এক কথা বলেছিলেন আপনারা, কী সমঝোতা হয়ে গেল তো?”
তৃণমূল আসন ভাগাভাগি নিয়ে আলোচনা অস্বীকার করছে, এই প্রশ্ন করা হলে জয়রাম রমেশ বলেন, “তৃণমূলের কে কী বলছে, জানি না। তবে ওদের সুপ্রিম নেত্রী বারবারই বলেছেন যে উনি ইন্ডিয়ার সঙ্গে রয়েছেন। বিজেপিকে রুখতে সর্বতভাবে লড়াই করবেন। এরপরও এত প্রশ্ন কেন?”
তৃণমূলের তরফে বলা হয়েছে, দূরবীন দিয়ে দেখলেও রাজ্যে কংগ্রেসের জন্য তৃতীয় আসন চোখে পড়ছে না। এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা বলেন, “তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক। রাজনীতিতে এই ধরণের কথা চলতেই থাকে। রাজনীতিতে দু-দিনও অনেক বড় সময় হয়।”
সূত্রের খবর, বাংলায় প্রথমে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেস আরও আসনের দাবি করার পরই আলোচনা বন্ধ হয়ে যায়। সেই আলোচনাই শুরু হয়েছে আবার। বাংলায় পাঁচটি আসন দাবি করেছে কংগ্রেস। এর বিনিময়ে তৃণমূল পড়শি রাজ্য অসমে দুটি ও মেঘালয়ে একটি আসন দাবি করেছে।
কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যুক্তি, আসন বন্টন নিয়ে আলোচনার শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় কংগ্রেসকে আক্রমণ করেননি। উল্টোদিকে, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গেও মমতা বন্দ্যেোপাধ্যায়কে এমন আক্রমণ করেননি। জোট চাইছে উভয় পক্ষই। তাই আসন ভাগাভাগির সম্ভাবনা প্রবল।