Repealing Farm Laws: আরও এক ধাপ এগলো কৃষি আইন প্রত্যাহার প্রক্রিয়া, ২৪ নভেম্বরই মিলতে পারে মন্ত্রিসভার অনুমোদন
Farm Laws Repeal, প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে উৎপাদিত কৃষিপণ্যে ব্যবসায়িক দিক, অত্যাবশ্যক পণ্য ও কৃষিজাত পণ্য মূল্য সংক্রান্ত তিনটি আইন পাশ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। সংসদে এই আইনগুলি পাশের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছিলেন কৃষকরা।
নয়া দিল্লি: গত ১৯ নভেম্বর,শুক্রবার খানিক আকস্মিকভাবেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও কৃষকদের মন গলেনি, সংসদে আইন বাতিলের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া অবধি তারা যে পিছু হঠতে রাজি নয় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কৃষকরা। এবার কৃষি আইন প্রত্যাহারের পথে আরও এক ধাপ এগুলো সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সংসদের শীতকালীন অধিবেশনের আগে কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মিলতে পারে। জানা গিয়েছে আগামী বুধবার বসতে চলেছে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকেই কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে আরও একধাপ এগোতে পারে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার।
গত বছরই সংসদে পাশ হয়েছিল তিনটি কৃষি আইন। আইন পাশের বিরোধিতা করে দীর্ঘ এক বছর ধরে দিল্লি সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকরা। এক বছর ব্যাপি আন্দোলনের পর কৃষক স্বার্থের কথা মাথায় রেখেই কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু নানকের জন্ম দিনের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে সমগ্র দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “প্রত্যেক দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমরা কৃষকদের উন্নতির কথা ভেবেই এই আইন নিয়ে এসেছিলাম। কিন্তু আমরা হয়ত কৃষকদের বোঝাতে পারিনি। আমাদেরই হয়ত কোনও গাফিলতি ছিল যে আমরা কৃষকদের এই আইন তিনটির যথার্থতা বোঝা অক্ষম হয়েছি।”
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘোষণার পর তাঁকে স্বাগত জানিয়েছিল কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। কিন্তু কৃষকদের একটি অংশ তাদের আরও কিছু দাবি নিয়েও সওয়াল করেছিল। তাদের তরফে প্রকাশিত এক প্রেস বিবৃতি অনুযায়ী বলা হয়েছিল, “শুধুমাত্র এই তিনটি কৃষি আইন প্রত্যাহারই নয়, কৃষকদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি এখনও বকেয়া রয়েছে। কৃষকরা ফসল বিক্রির ক্ষেত্রে সরকারে কাছে ন্যূনতম সহায়ক মূল্য দাবি করেছিল সেই নিয়েও দ্রুত সিদ্ধান্ত নিক সরকার। আমরা বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহারেরও দাবি জানিয়েছিলাম। সেই বিষয়ে সরকারে পদক্ষেপ প্রয়োজন।” কৃষকদের প্রধান দাবি পূরণের কথা ঘোষণা করলেও বাকি দাবি গুলি নিয়ে এখনও সরকারি তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।
প্রসঙ্গত, ২০২০ সালে উৎপাদিত কৃষিপণ্যে ব্যবসায়িক দিক, অত্যাবশ্যক পণ্য ও কৃষিজাত পণ্য মূল্য সংক্রান্ত তিনটি আইন পাশ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। সংসদে এই আইনগুলি পাশের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছিলেন কৃষকরা। সরকাররে দাবি ছিল কৃষকদের কথা ভেবেই এই আইন আনা হয়েছে, অন্যদিকে কৃষকদের যুক্তি ছিল এই আইনের জন্য প্রান্তিক ও ছোট কৃষকরা সমস্যার মুখোমুখি হবেন। তারপরেই এই আইন প্রত্যাহারের দাবিতে শুরু হয় আন্দোলন। সারদেশে প্রতিবাদ কর্মসূচি পালনের পাশাপাশি রেল অবরোধ, ভারত বনধ, দিল্লি অভিযান সহ নানা কর্মসূচি নিয়েছিলেন কৃষকরা। সরকারের সঙ্গে বেশ কয়েকবার কৃষকদের আলোচনা হলেও কোনও ইতিবাচক সমাধন সূত্র বের হয়নি। শেষমেশ আইন প্রত্যাহারে সিদ্ধান্ত নেয় সরকার।