G Kishan Reddy on MSP increase: খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর

MSP: মোদী সরকারের খরিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে আশার আলো দেখছেন দেশের অগণিত কৃষক। ২০১৪-১৫ অর্থবর্ষে সাধারণ ধানের এমএসপি ছিল ১৩৬০ টাকা। ২০২৩-২৪ সালের জন্য তা বেড়ে হয়েছে ২১৮৩ টাকা। অর্থাৎ তা ৬১ শতাংশ বেড়েছে। এ গ্রেড ধানের এমএসপি ২০১৪ সালের থেকে বেড়েছে ৫৭ শতাংশ।

G Kishan Reddy on MSP increase: খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর
জি কিষাণ রেড্ডি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 10:39 PM

নয়াদিল্লি: খরিফ শস্যের এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির কথা বুধবার ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষাণ রেড্ডি। এমএসপি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, “২০২৩-২৪ অর্থবর্ষের জন্য খরিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকরা যাতে ফসলের ভাল দাম পান এবং ফসলের উৎপাদন বাড়ে এবং বিভিন্ন ধরনের ফসলের চাষ হয় সে জন্যই এমএসপি বাড়ানো হয়েছে।”

কেন্দ্রীয় সরকারের এমএসপি বৃদ্ধির সিদ্ধান্তে তেলঙ্গানার কৃষকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এ ব্যাপারে বলেছেন, “২০১৪ সাল থেকে এমএসপি গড়ে ৬০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধির জেরে তেলঙ্গানার কৃষকরা ব্যাপক উপকৃত হবে। এই অঞ্চলে উৎপাদিত যে সব ফসলের উৎপাদন বেশি, তাঁর সহায়ক মূল্য বেড়েছে।” বিভিন্ন ফসলের এমএসপি বৃদ্ধি নিয়ে তিনি বলেছেন, “২০১৪ সাল থেকে সানফ্লাওয়ারে এমএসপি ৮০ শতাংশ বেশি বেড়েছে। তুলোতেও ৭৫ শতাংশ বেড়েছে এমএসপি। যা তেলঙ্গানায় হ্যান্ডলুম ও বস্ত্রশিল্পকে উজ্জীবিত করবে। তেলঙ্গানা ধান উৎপাদনে দেশে দ্বিতীয় বৃহত্তম। ধান ও ভুট্টায় এমএসপি ২০১৪ সালের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। যা অন্নদাতাদের ব্যাপক সুবিধা দেবে।”

মোদী সরকারের খরিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে আশার আলো দেখছেন দেশের অগণিত কৃষক। ২০১৪-১৫ অর্থবর্ষে সাধারণ ধানের এমএসপি ছিল ১৩৬০ টাকা। ২০২৩-২৪ সালের জন্য তা বেড়ে হয়েছে ২১৮৩ টাকা। অর্থাৎ তা ৬১ শতাংশ বেড়েছে। এ গ্রেড ধানের এমএসপি ২০১৪ সালের থেকে বেড়েছে ৫৭ শতাংশ। সানফ্লাওয়ার বীজে ২০১৪ তে এমএসপি ছিল ৩৭৫০ টাকা। ২০২৩-২৪ সালে তা হবে ৬৭৬০ টাকা। যা প্রায় ৮০ শতাংশ বেশি। লম্বা ও মাঝারি সব ধরনের তন্তুর তুলোর ক্ষেত্রে এমএসপি ৭৩ থেকে ৭৭ শতাংশ বেড়েছে।

২০১৮-১৯ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের সময়ই কৃষকের উৎপাদন খরচের থেকে ৫০ শতাংশ বেশি সহায়ক মূল্য দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডি জানিয়েছেন, কৃষকদের গড় উৎপাদন খরচের থেকে এমএসপি ৫০ শতাংশ বেশি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ২০২৩-২৪ অর্থবর্ষে ১৪৫৫ টাকা ধানের উৎপাদন খরচ ধরা হয়েছে। ধানের এমএসপি নির্ধারিত হয়েছে ২১৮৩ টাকা। যা প্রায় উৎপাদন খরচের থেকে ৫০ লাভের সুযোগ রয়েছে কৃষকদের জন্য।

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?