UP Assembly Election 2022: সমাজবাদী পার্টি নেতার জমি থেকে মিলল নিখোঁজ দলিত মেয়ের দেহ, উত্তপ্ত উন্নাও

Unnao Case: বিজেপি সাংসদ অশোক বাজপেয়ী বলেন, সমাজবাদী পার্টির নেতাদের এই ধরনের চরিত্র রয়েছে। তাঁরা তাঁদের প্রভাব ও প্রতিপত্তি খাটিয়ে এতদিন ধরে পালিয়ে বেরিয়েছিলেন।

UP Assembly Election 2022: সমাজবাদী পার্টি নেতার জমি থেকে মিলল নিখোঁজ দলিত মেয়ের দেহ, উত্তপ্ত উন্নাও
ছবি: এএনআই
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 3:10 PM

উন্নাও: উত্তর প্রদেশের নির্বাচন চলাকালীন আবারও সংবাদ শিরোনামে উন্নাও (Unnao Murder)। বৃহস্পতিবার উন্নাওয়ে সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রাক্তন মন্ত্রী ফতেহ বাহাদুর সিংয়ের পুত্র রাজোল সিংয়ের জমি থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মেয়েটির মায়ের অভিযোগ, প্রয়াত প্রাক্তন মন্ত্রী পুত্র জোর করে তার মেয়েকে সেখানে নিয়ে গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে গত বছরের ৮ ডিসেম্বর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল এবং এফআইআরের ভিত্তিতে হওয়া তদন্তের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে শহরের কোতওয়াল অখিলেশ চন্দ্র পাণ্ডেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। রাজোল সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল মেয়েটিকে সে অপহরণ করে হত্যা করেছে। মৃতদেহ খুঁজে পাওয়ার পর থেকেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সমাজবাদী পার্টিকে আক্রমণ করতে শুরু করেছে বিজেপি।

বিজেপি সাংসদ অশোক বাজপেয়ী বলেন, সমাজবাদী পার্টির নেতাদের এই ধরনের চরিত্র রয়েছে। তাঁরা তাঁদের প্রভাব ও প্রতিপত্তি খাটিয়ে এতদিন ধরে পালিয়ে বেরিয়েছিলেন। পুলিশি তদন্তে সত্য সামনে এসেছে। যেই দোষী হোক তাঁকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে। অন্যদিকে এই ইস্যুতে সপা প্রধান অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রদাস মৌর্য। টুইট করে তিনি বলেন, “সমাজবাদী পার্টি নেতার বাড়িতে দলিত মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে। মেয়েটির মা যখন আপনার গাড়ির সামনে অনুনয় করেছিল আপনি তখন তাঁর কথা না শুনে দলের নেতাকে রক্ষা করেছে। সমাজবাদী পার্টি নেতাদের করা প্রতিটি অপরাধ ক্ষমতা করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। সরকার নির্যাতিতাকে বিচার দিতে সবরকম চেষ্টা করবে।”

সমাজবাদী পার্টি নেতার জমি থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার পর সমাজবাদী পার্টিকে কড়া আক্রমণ করেছেন বিএসপি নেত্রী মায়বতী। টুইট করে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “সমাজবাদী পার্টি নেতার জমি থেকে দলিত মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনা অত্যন্ত গুরুতর। পরিবার সমাজবাদী পার্টি নেতাকে তাদের মেয়ের অপহরণ ও খুনের ঘটনায় সন্দেহ করছে। নিহত মেয়েটির পরিবারকে ন্যায় বিচার দিতে রাজ্য সরকারের দ্রুত কঠোর পদক্ষেপ নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ।” সমাজবাদী পার্টির বিরুদ্ধে বারবারই অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। সপা নেতার বাড়ি থেকে অপহৃত মেয়ের মৃতদেহ উদ্ধার হওয়ায় ভোটের আগে বিজেপির আক্রমণ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা