Crime News: প্রেমিকার বিয়ের প্রস্তাবে নাজেহাল, গুজরাটে শহর ঘোরাতে নিয়ে গিয়ে এমন ফন্দি আঁটলেন প্রেমিক, তারপর যা হল…
Crime News: প্রেমিকার বারংবার বিয়ের প্রস্তাবে নাজেহাল হয়েছিলেন প্রেমিক। তারপর শহর ঘোরানোর নাম করে সুরাটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ৪৯ বার কোপ দিয়ে খুন করে।
ভুবনেশ্বর: একে অপরকে ভালবাসতেন তাঁরা। একসঙ্গে অনেকটা সময় পথ হাঁটা হয়েছে। বাকি রয়েছে আরও অনেকটাই। আর সেই বাকি পথটুকু নিজের প্রেমিকের সঙ্গেই কাটাতে চেয়েছিলেন যুবতী। তাঁদের মধ্যেকার সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পূর্ণতা পাক, সেই বাসনা নিয়েই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে বিয়ে করতে প্রস্তুত ছিলেন না যুবক। বারংবার বিয়ের কথা তুললেও সেই আবেদন ফিরিয়ে দিতেন তিনি। শেষে প্রেমিকার বারবার একই আবেদনে বিরক্ত হয়ে চরম সিদ্ধান্ত নিলেন ব্যক্তি।
জগন্নাথ গোডা ও কুনিদার সীমাদাস অনেকদিন ধরেই সম্পর্কে ছিলেন। সীমাদাস বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন জগন্নাথ। এর মাঝেই গুজরাটের সুরাটে ঘুরতে যাওয়ার জন্য সীমাদাসকে বলেন গোডা। তাঁরা একসঙ্গে শহর ঘুরে দেখবেন বলে সীমাদাসকে প্রলোভন দেখায় গোডা। তবে সুরাটে পৌঁছতেই নিজের আসল পরিকল্পনা বাস্তবায়নে উদ্যত হয় গোডা। সেখানে নিয়ে গিয়ে সীমাদাসকে ধারাল অস্ত্রের কোপে খুন করে তাঁর প্রেমিক। সীমাদাস যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ কোপ বসাতে থাকে যুবক। জানা গিয়েছে, মোট ৪৯ বার কোপ বসিয়েছে গোডা। আর প্রেমিকার মৃতদেহ মাঠেই ফেলে ভুবনেশ্বরে ফিরে আসে সে।
সীমাদাসের মৃতদেহ গোচরে আসে সুরাট পুলিশের। তারপরই তদন্ত শুরু করে তারা। আর মৃত সীমাদাসের পরনে থাকা টি-শার্ট থেকেই একটা বড় সূত্র হাতে আসে পুলিশের। তদন্তে নেমে পুলিশের হাতে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। তারপর ভুবনেশ্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তদন্ত জারি রয়েছে।