Vande Bharat Express: শীঘ্রই কাশ্মীর পর্যন্ত চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, ঘোষণা রেলমন্ত্রীর

Vande Bharat Express: আগামী মার্চের মধ্যে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এবার রাজধানী এক্সপ্রেসের বিকল্প হিসাবে লং রুটে স্লিপার কোচ বিশিষ্ট বন্দে ভারত চালু করার পরিকল্পনা নিয়েছে। তার মধ্যেই জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস এবং ত্রিপুরায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Vande Bharat Express: শীঘ্রই কাশ্মীর পর্যন্ত চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, ঘোষণা রেলমন্ত্রীর
বন্দে ভারত এক্সপ্রেস।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 9:46 PM

নয়া দিল্লি: কাশ্মীর (Kashmir)যাওয়া আরও সহজ হতে চলেছে। এবার একেবারে শ্রীনগর পর্যন্ত চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বৃহস্পতিবার একথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলতি অর্থবর্ষের মধ্যেই এটা চালু হয়ে যেতে পারে বলে আশাবাদী তিনি। এছাড়া ত্রিপুরাতেও শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে জানান তিনি।

জম্মু-কাশ্মীরকে রাজধানীর কাছাকাছি আনতে আগেই আগেই চালু হয়েছিল দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস। ফলে বৈষ্ণোদেবী যাওয়া অনেকটাই সহজ হয়েছিল। তবে কাশ্মীর যেতে হলে কাটরায় নেমে অন্য ট্রেন বা বাস ধরতে হত। এবার সেই সমস্যাও মিটতে চলেছে। এবার একেবারে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে রেলমন্ত্রক। ইতিমধ্যে জম্মু-শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য রেললাইনের কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি অর্থবর্ষেই এই কাজ সম্পূর্ণ হবে এবং ট্র্যাকে সেমি হাইস্পিডের ট্রেনটি নামানো যাবে বলে আশাবাদী রেলমন্ত্রী। আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে জম্মু-শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসটির রেকও বিশেষ ডিজাইনের করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

রেলমন্ত্রক সূত্রে খবর, আগামী মার্চের মধ্যে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এবার রাজধানী এক্সপ্রেসের বিকল্প হিসাবে লং রুটে স্লিপার কোচ বিশিষ্ট বন্দে ভারত চালু করার পরিকল্পনা নিয়েছে। তার মধ্যেই জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস এবং ত্রিপুরায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, ত্রিপুরায় বন্দে ভারত এক্সপ্রেসের জন্য রেললাইনে বৈদ্যুতিকরণের কাজ শীঘ্রই শুরু হবে। মূলত, জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে রেল যোগাযোগের উন্নতি করতে বিশেষ লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

রেলমন্ত্রকের সমীক্ষায় দেখা গিয়েছে, তরুণ ও বয়স্কদের কাছে বিশেষভাবে জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেস। আরামদায়ক ও দ্রুত গতির যাত্রার জন্যই এদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই ট্রেন।