Video: কতটা সুন্দর রাম মন্দিরের গর্ভগৃহ? দেখুন উদ্বোধনের আগেই
Ayodhya Ram Mandir: রাম মন্দির দেখে চক্ষু সার্থক করার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে ২৩ জানুয়ারি পর্যন্ত। তবে, ভক্তদের আর অপেক্ষায় রাখতে চায় না শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। জমকালো উদ্বোধনের প্রস্তুতির মধ্যে, রাম মন্দিরের গর্ভগৃহের সাম্প্রতিকতম ভিডিয়ো প্রকাশ করল ট্রাস্ট।
অযোধ্যা: হাতে আর একমাসও নেই। ২২ জানুয়ারি, প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের। তার আগে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে নানাবিধ আচারাদি। এখন চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। রাম মন্দিরকে সামনে থেকে দেখে চক্ষু সার্থক করবেন। তবে, তার জন্য ২২ তারিখ নয়, ভক্তদের অপেক্ষা করতে হবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ওই দিন থেকেই সাধারণ মানুষদের জন্য খুলে যাবে মন্দিরের দরজা। তবে, ভক্তদের আর অপেক্ষায় রাখতে চায় না শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। জমকালো উদ্বোধনের প্রস্তুতির মধ্যে, বুধবার (২৭ ডিসেম্বর) রাম মন্দিরের গর্ভগৃহের সাম্প্রতিকতম ভিডিয়ো প্রকাশ করল ট্রাস্ট। সংবাদ সংস্থা এএনআই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গর্ভগৃহের ছাদে রয়েছে একটি গম্বুজ। আর তাকে কেন্দ্র করে রয়েছে বিরাট-বিরাট খিলান। গম্বুজ, খিলান থেকে দেওয়াল, মন্দিরের ভিতরের অংশে সব জায়গায় রয়েছে খোদাই করা পাথরে সূক্ষ্ম কাজ। খিলানগুলির মধ্য দিয়ে দেখা যাচ্ছে নির্মাণ কাজ এখনও চলছে। জায়গায় জায়গায় ভাড়া বাঁধা রয়েছে। তবে, সেগুলি সবই দ্বিতীয় তলে। গর্ভগৃহের প্রথম তলের কাজ সম্পূর্ণ বলে আগেই জানিয়েছিল ট্রাস্ট। এর আগে গত রবিবার, রাম লালা মন্দিরের সাম্প্রতিকতম কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছিল ট্রাস্ট।
#WATCH | Ayodhya: Inside visuals of Shri Ram Janmbhoomi temple
Source: Shri Ram Janmabhoomi Teerth Kshetra pic.twitter.com/zz3egskViJ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 27, 2023
২২ জানুয়ারি অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধনে দেশের সকল বিশিষ্ট সাধু-সন্তদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি-খেলা-বিনোদন – প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের। ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, আগত রাম ভক্তদের থাকার জন্য অযোধ্যায় একটি তাঁবু শহর তৈরি করা হবে। এছাড়া তীর্থক্ষেত্রপুরমে, ভক্তদের জন্য ছয়টি টিউবওয়েল, রান্নাঘর এবং একটি দশ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০ জন চিকিৎসক এই অস্থায়ী হাসপাতালে পরিষেবা দেবেন। এছাড়াও, অযোধ্যা জুড়ে খাদ্য বিতরণ কেন্দ্র, কমিউনিটি রান্নাঘর এবং খাবারের জায়গা থাকবে।