Research on Sudden Death: ১৮ থেকে ৩৪-এর মধ্যে আকস্মিক মৃত্যু বাড়ছে কেন? কারণ খুঁজছে ICMR
Research on Sudden Death: করোনা সংক্রমণের কোনও প্রভাব এ ক্ষেত্রে আছে কি না, সেটাই খুঁজে বের করার চেষ্টা চলছে। এর ফলে মৃত্যুর সংখ্যা কমতে পারে বলেও আশা প্রকাশ করেছেন গবেষকরা।
নয়া দিল্লি: কেউ জিমে গিয়ে, কেউ পথ চলতে চলতে- বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেক কম বয়সেই মৃত্যু হচ্ছে হঠাৎ করে। কোনও অসুস্থতা ছাড়াই মৃত্যু হচ্ছে মধ্য ৩০ বা মধ্য ৪০-এ। কেন ঘটছে এমন সব ঘটনা? তা নিয়ে এবার গবেষণা শুরু হয়েছে দেশে। কোভিড পরবর্তী সময়ে এই ঘটনা বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর এই গবেষণা শুরু করেছে।
আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ড. রাজীব বাহল জানিয়েছেন, ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যে সব মৃত্যুর ঘটনা ঘটছে, তার কারণ খুঁজতেই তৎপর হয়েছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের কোনও প্রভাব এ ক্ষেত্রে আছে কি না, সেটাই খুঁজে বের করার চেষ্টা চলছে। এর ফলে মৃত্যুর সংখ্যা কমতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মূলত কোনও অসুস্থতা ছাড়াই আকস্মিকভাবে যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের নিয়েই গবেষণা চলছে। সম্প্রতি এইমস হাসপাতালে হওয়া ৫০ জনের অটোপ্সি রিপোর্ট পরীক্ষা করে দেখেছেন আইসিএমআর-এর বিশেষজ্ঞরা। পরবর্তীতে অর্থাৎ আগামী কয়েক মাসে এরকম আরও ১০০ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
করোনার আগে যাঁদের এভাবে মৃত্যু হয়েছে, তাঁদের মৃত্যুর কারণ আর পরে যাঁদের মৃত্যু হচ্ছে তাঁদের মৃত্যুর কারণ তুলনা করে দেখা হচ্ছে। করোনার পর মানুষের শরীরে কি কোনও বিশেষ পরিবর্তন হয়েছে? এমন কিছু কি ঘটেছে, যাঁর জন্য মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে? সেটাই খুঁজে বের করার চেষ্টা করেন চিকিৎসকেরা।