রাতে লিভ-ইন সঙ্গীর কাছে একটাই জিনিস চেয়েছিলেন, যখন তা পূরণ হল না, যা করলেন…
Police: সেখান থেকেই নীলমের সঙ্গে পরিচয় হয় তাঁর। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন নীলম। এরপর লিভ ইন সম্পর্কে থাকছিলেন তাঁরা।

চণ্ডীগঢ়: তিন সন্তান রয়েছে। স্বামীকে ছেড়ে এসেছিলেন প্রেমের টানে। কিন্তু ছন্দ কাটল সামান্য একটা কারণে। লিভ ইন পার্টনারের কাছে একটা দাবি করেছিলেন, সেই দাবি পূরণ না হওয়াতেই চরম পদক্ষেপ করলেন।
হরিয়ানার পানিপথের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের নীলম দুই বছর আগে স্বামীকে ছেড়ে প্রেমিক সুনীলের কাছে চলে এসেছিলেন। সুনীল আদতে বিহারের বাসিন্দা। হরিয়ানায় একটি কারখানায় কাজ করতেন। সেখান থেকেই নীলমের সঙ্গে পরিচয় হয় তাঁর। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন নীলম। এরপর লিভ ইন সম্পর্কে থাকছিলেন তাঁরা। সন্তানদেরও নিজের সঙ্গেই এনেছিলেন নীলম। মোটামুটি সুখেই কেটে যাচ্ছিল তাদের দিন। ছন্দ কাটল শুক্রবার।
জানা গিয়েছে, গত ২৮ মার্চ নীলম সুনীলকে বাড়ি ফেরার পথে মুরগির মাংস কিনে আনতে বলেছিলেন। কিন্তু সুনীল সে কথা বেমালুম ভুলে যান। বাড়ি ফিরতেই নীলম যখন জিজ্ঞাসা করেন, মাংস কোথায়, তখন সুনীল জানায়, মাংস কিনতে ভুলে গিয়েছে। এই নিয়ে যুগলের মধ্যে ব্যাপক বচসা হয়। রাগে বাড়ি থেকে বেরিয়ে যান সুনীল।
এরপরই নীলম বিষ পান করেন। কিছুক্ষণ বাদে নীলমের ছেলে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সুনীলকে ফোন করে। সুনীল সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং নীলমকে নিয়ে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা নীলমকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মামলা দায়ের করেছে।





