Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jamtara Gang in kolkata: IPL দেখতে শহরে ‘জামতারা গ্যাং’, বিলাসবহুল হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

Jamtara Gang in kolkata: ঝাড়খণ্ডের জামতারার এই প্রতারণা চক্র কুখ্যাত। বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পেতে থাকে এরা।

Jamtara Gang in kolkata: IPL দেখতে শহরে 'জামতারা গ্যাং',  বিলাসবহুল হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 8:59 PM

কলকাতা : আইপিএল দেখতে এসে হাতেনাতে ধরা পড়ল ‘জামতারা গ্যাং’। হোটেলের ঘর থেকে মোট ১১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মানুষকে বোকা বানিয়ে, তথ্য হাতিয়ে প্রতারণা করাই ছিল এদের কাজ। আগেও শহর থেকে একাধিকবার জামতারার প্রতারকদের গ্রেফতার করেছে পুলিশ। এবার ফের গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতেই হাতে নাতে ধরা পড়ে যান ১১ জন।

লালবাজার সূত্রে খবর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নামে যে জালিয়াতি চলে সেই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ধৃতরা। পাশাপাশি, কেওয়াইসি জালিয়াতি চক্রের মাথাও নাকি ছিল এরাই! কলকাতায় এসে বিলাসবহুল হোটেল ভাড়া করে থাকছিলেন তাঁরা। আইপিএল ম্যাচ দেখার জন্য দামি টিকিটও কেটেছিলেন বলে জানতে পারে পুলিশ। তবে সেই ম্যাচ হওয়ার আগেই হোটেল থেকে গ্রেফতার করা হল ওই ১১ জনকে।

তবে যাঁরা এই ধরনের জালিয়াতি করে থাকেন, তাঁরা শুধুমাত্র খেলা দেখার উদ্দেশেই কলকাতায় এসেছিলেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। কলকাতায় হোটেল ভাড়া করে থাকার পিছনে এদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। পুলিশের সন্দেহ, তারা আইপিএল বেটিং চক্রেও যুক্ত থাকতে পারে এই যুবকেরা। তাঁরা প্রত্যেকেই জামতারার বাসিন্দা।

উল্লেখ্য,  ঝাড়খণ্ডের জামতারার এই প্রতারণা চক্র কুখ্যাত। বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পেতে থাকে এরা। সাম্প্রতিককালে অনেকেই ইলেকট্রিক বিলের নামে প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। জালে ফাঁসলেই অ্যাকাউন্ট থেকে উধাও হতে পারে লক্ষ লক্ষ টাকা।