রেড রোডে ‘খেলা হবে’! স্বাধীনতা দিবসের ট্যাবলোজুড়ে এবার মমতার একাধিক প্রকল্প
Independence Day: ভিডের কারণে এ বছরও রেড রোড চত্বরে কোনও দর্শকের প্রবেশাধিকার নেই। শুধুমাত্র সরকারের আমন্ত্রিত বিশেষ অতিথিরা থাকবেন।
কলকাতা: কোভিডের কারণে ২০২০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছিল। মাত্র ১৫ মিনিটের অনুষ্ঠান হয়েছিল। এবার অবশ্য কোভিডের ভ্রুকুটি কম। তবু স্বাধীনতা দিবসের সম্পূর্ণ প্যারেড বা কুচকাওয়াজ এবারও হচ্ছে না। তবে গত বছরের তুলনায় এবার সময় কিছুটা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই হবে কুচকাওয়াজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা থাকছেন রবিবারের অনুষ্ঠানে। এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘সম্প্রীতির বার্তা’। বাউল শিল্পীদের একটি দল হাতে একতারা নিয়ে গলা মেলাবেন বাংলার মাটি বাংলার জল গানে।
কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অনুষ্ঠান থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মান জানানো হবে বেশ কয়েকজন পুলিশ কর্তাকে। এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৯টি ট্যাবলো থাকবে। সুসজ্জিত ট্যাবলো এগিয়ে চলবে রাজপথ ধরে। এবারের মূল আকর্ষণ রাজ্য সরকারের নতুন কিছু প্রকল্পের ট্যাবলো। থাকবে ‘লক্ষীর ভাণ্ডার’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, ‘দুয়ারে রেশন’,’দুয়ারে সরকার’, ‘খেলা হবে দিবস’, ‘কৃষক বন্ধু’, ‘জল স্বপ্ন’, ‘খাদ্য সাথী’ প্রকল্পের বর্ণাঢ্য ট্যাবলো। ‘একতাই সম্প্রীতি’র বার্তা নিয়েও থাকছে সাজানো ট্যাবলো। এ ছাড়া রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের ট্যাবলো থাকবে ‘নেতাজী’। রেড রোডের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
সরকারি প্রকল্প এবার রেড রোডে…
* ‘লক্ষীর ভান্ডার’ * ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ * ‘দুয়ারে রেশন’ * ‘দুয়ারে সরকার’ * ‘খেলা হবে দিবস’ * ‘কৃষক বন্ধু’ * ‘জল স্বপ্ন’
কোভিডের কারণে এ বছরও রেড রোড চত্বরে কোনও দর্শকের প্রবেশাধিকার নেই। শুধুমাত্র সরকারের আমন্ত্রিত বিশেষ অতিথিরা থাকবেন। প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়েছে। মানতে হবে কোভিড সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ। ৭টি জ়োন থাকছে। প্রতিটিতে থাকবেন একজন করে ডিসি। ৪৬টি সেক্টর থাকবে। প্রত্যেক সেক্টরে একজন করে অ্যাসিসট্যান্ট কমিশনার থাকবেন। ছ’টি ওয়াচ টাওয়ার থাকবে রেড রোড চত্বর এলাকায়। যেমন ওয়াচ টাওয়ার থাকবে ফোর্ট উইলিয়াম, মোহনবাগান তাবুর দিকে। মোটরবাইর প্যাট্রলের জন্য ৮টি টিম থাকবে।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রেড রোড চত্বর। বালির ট্যাঙ্কার থেকে কমান্ডো বাহিনী, সমস্ত ব্যবস্থাই শেষের মুখে। ভিক্টোরিয়া জাদুঘর, চিড়িয়াখানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট। পিকেট থাকছে প্রত্যেক মেট্রো স্টেশন ও বাস স্ট্যান্ডে। শনিবার থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নাকা চেকিং শুরু হয়েছে। তল্লাশি চলছে হোটেল, গেস্ট হাউজে। আরও পড়ুন: বড় ঘোষণা পুরসভার! এবার বাড়িতেই টিকা পাবেন শয্যাশায়ীরা, তবে দেওয়া হয়েছে কিছু শর্ত