Nabanna: শিক্ষা দফতরের সঙ্গে AI নিয়ে কাজ করতে চায় স্পেন, শহরে এল প্রতিনিধি দল
Spanish Delegation at Nabanna: ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, লেডি ব্রেবোর্ন কলেজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন স্পেনের প্রতিনিধি দলের সদস্যরা । এরপর নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গেও দেখা করেন তাঁরা। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবও।
কলকাতা: বাংলার বিনিয়োগ টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রেও স্পেনের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য বৈঠক করেছেন মমতা। বৈঠক ফলপ্রসুও হয়েছিল। আর এবার স্পেনের এক প্রতিনিধি দল এল শহরে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, লেডি ব্রেবোর্ন কলেজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন স্পেনের প্রতিনিধি দলের সদস্যরা । এরপর নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গেও দেখা করেন স্পেনের প্রতিনিধি দল। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবও।
বাংলার সঙ্গে স্পেনের শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজের বিষয়ে একাধিক বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে। শিক্ষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম-সহ আরও নানান ক্ষেত্র নিয়ে কথা হয়েছে রাজ্য ও স্পেনের প্রতিনিধি দলের মধ্যে। রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করতে আগ্রহী স্পেনের প্রতিনিধি দল। পাশাপাশি বাংলা ও স্পেনের বিভিন্ন গবেষণামূলক কাজের লেনদেনের বিষয়েও আলোচনা হয়েছে নবান্নে দু’পক্ষের আলোচনায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওই যৌথ সহযোগিতার বিষয়ে শীঘ্রই স্প্যানিশ সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মৌ চুক্তি সই হবে বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, পুজোর আগে সেপ্টেম্বর মাসে স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। সেই সময় স্পেনের সরকারের স্প্যানিশ ভাষার ডিরেক্টর জেনারেল গুইলেরমো এসক্রিবানোর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। তখনই শিক্ষাক্ষেত্রে বাংলা ও স্পেনের যৌথ সমন্বয়ে কাজের বিষয়ে আলোচনা হয়েছিল। আর এবার বাংলা থেকে ঘুরে গেল স্পেনের প্রতিনিধি দল।