Durga Puja: ম্যাডক্সে এখন থেকেই জমে গিয়েছে আড্ডা, চলছে দেদার ফটোসেশন!
Maddox Square Crowd: পঞ্চমীর সন্ধেয় পুরোপুরি পুজোর আড্ডার মেজাজে ম্যাডক্স স্কোয়ার। পুজো মণ্ডপের সামনের চত্বরে বন্ধু-বান্ধবদের সঙ্গে নির্ভেজাল আড্ডায় বসে পড়েছেন অনেকে। সঙ্গে পাল্লা দিয়ে চলছে রসনাতৃপ্তিও। গল্প করতে করতেই পুজোর ছুটির বাকি দিনগুলির প্ল্যানিং সেরে নিচ্ছেন অনেকে।
কলকাতা: পুজোর মুডে শহর তিলোত্তমা। মণ্ডপে মণ্ডপে জমছে ভিড়। শুধু তো ঠাকুর দেখাই নয়, পুজোর ক’টা দিন বন্ধু-বান্ধব, প্রিয়জনদের সঙ্গে আড্ডাটাও তো চাই। আর পুজোর আড্ডার কথা বললেই, যে নামটা বার বার ঘুরে আসে তা ম্যাডক্স স্কোয়ার। পঞ্চমীর সন্ধেয় পুরোপুরি পুজোর আড্ডার মেজাজে ম্যাডক্স স্কোয়ার। পুজো মণ্ডপের সামনের চত্বরে বন্ধু-বান্ধবদের সঙ্গে নির্ভেজাল আড্ডায় বসে পড়েছেন অনেকে। সঙ্গে পাল্লা দিয়ে চলছে রসনাতৃপ্তিও। গল্প করতে করতেই পুজোর ছুটির বাকি দিনগুলির প্ল্যানিং সেরে নিচ্ছেন অনেকে। সবার মুখে একটাই কথা, পুজোয় একটা দিন অন্তত ম্যাডক্সের আড্ডাটা চাই-ই চাই।
বলাই যায়, পঞ্চমী থেকেই ম্যাডক্স স্কোয়ারে পুজোর একেবারে চেনা ছন্দ। প্রতি বছরই পুজোর দিনগুলিতে ম্যাডক্সের পুজো মণ্ডপের সামনে এভাবেই আড্ডায় মশগুল হয়ে ওঠে বাঙালি। পুজোর উন্মাদনাকে আরও বাড়িয়ে তোলে ম্যাডক্সের এই আড্ডা। পঞ্চমী থেকেই যে ভিড় জমতে শুরু করেছে ম্যাডক্স চত্বরে, তা এতদিন দেখা যেত সপ্তমী-অষ্টমী থেকে। তবে এবার মহালয়া থেকেই প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে উৎসবমুখর বাঙালি। সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে এসেছে ম্যাডক্স স্কোয়ারের আড্ডাও। পুজোর নতুন পোশাক গায়ে ম্যাডক্সে জমিয়েছেন শহরবাসী। চলছে দেদার আড্ডা, ফটো সেশন, খাওয়া-দাওয়া।
কেউ শুরুই করছেন ম্যাডক্সের আড্ডা দিয়ে। আবার কেউ কিছু কিছু ঠাকুর দেখে, তারপর এসেছেন ম্যাডক্সের আড্ডায়। কেউ আবার ঠাকুর দেখার ফাঁকে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন ম্যাডক্স চত্বরে। ম্যাডক্সের মণ্ডপের বাইরে খাবারের স্টলগুলিতেও বেশ ভিড় জমেছে। আড্ডা মারতে মারতে রসনাতৃপ্তিও সেরে নিচ্ছেন তাঁরা। এখন থেকেই যদি এই ছবি হয়, তাহলে পুজোর বাকি দিনগুলিতে ম্যাডক্সের ভিড় কীরকম হবে, তা পঞ্চমীর ভিড় থেকেই অনুমেয়।