Durga Puja: ‘দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াই চলবে’, পুজোর উদ্বোধনে এসে শপথ বোসের
Durga Puja: সল্টলেক করুণাময়ী জি-ব্লকে পঞ্চমীর সন্ধেয় সস্ত্রীক পৌঁছে যান রাজ্যপাল বোস। মণ্ডপের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ঘুরে দেখেন গোটা মণ্ডপসজ্জা। এবার সেখানে পুজো মণ্ডপের থিমে রাখা হয়েছে গ্রাম বাংলার ছোঁয়া।
কলকাতা: সল্টলেক করুণাময়ী জি ব্লকের দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধনে এসে দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। রাজ্যের সাংবিধানিক প্রধান বললেন, “দেবী দুর্গাকে সাক্ষী রেখে শপথ নিচ্ছি, ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। ভ্রষ্টাচার হল রক্তবীজ এবং হিংসা হল দ্বারকাসুর। আমরা হিংসাকে শেষ করব।” পঞ্চমীর সন্ধেয় সল্টলেকে করুণাময়ী জি ব্লকের পুজোর উদ্বোধনে এসে স্পষ্ট বাংলাতেই এই কথা বললেন রাজ্যপাল বোস। রাজ্যের সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে বোসের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সল্টলেক করুণাময়ী জি-ব্লকে পঞ্চমীর সন্ধেয় সস্ত্রীক পৌঁছে যান রাজ্যপাল বোস। মণ্ডপের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ঘুরে দেখেন গোটা মণ্ডপসজ্জা। এবার সেখানে পুজো মণ্ডপের থিমে রাখা হয়েছে গ্রাম বাংলার ছোঁয়া। থিমের নাম দেওয়া হয়েছে, ‘উমা আসছেন বাংলার গ্রামে’। মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার গ্রাম্য পরিবেশ। সুন্দরভাবে সাজানো সেই পুজো মণ্ডপ আজ সন্ধেয় ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এর আগে তৃতীয়ার সন্ধেয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ডিজনিল্যান্ডেও ঠাকুর দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরোদস্তুর বাঙালি সাজে সেখানে পৌঁছে গিয়েছিলেন বাংলার সাংবিধানিক প্রধান। আর আজও পাঞ্জাবি গায়ে একেবারে বাঙালি সাজে দেখা গেল রাজ্যপাল বোসকে। উৎসবমুখর বাংলার সঙ্গে আরও একাত্ম হয়ে উঠেছেন তিনি। পুজোর উদ্যোক্তাদের তরফে উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানানো হয়। দেবী দুর্গার একটি মূর্তি, দু’টি বই, ধুতি-পাঞ্জাবি, ডোকরার কাজ ও বাংলার রসগোল্লা উপহার দেওয়া হয় বোসকে।