SIR: ফর্ম ডিজিটাইজেশন শেষ, শুনানির আগে আরও কড়া কমিশন, এবার ঠিক কী হতে চলেছে?
SIR In WB: এসআইআর-এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এদিন বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। সূত্র মারফত জানা যাচ্ছে, এসআইআর-এর কাজ কেমন চলছে, সেটা জানতে এই বৈঠক। ঝাড়াই বাছই পর্ব যাতে আরও নিখুঁত করা যায়, সেই কারণেই এই বৈঠক।

কলকাতা: ডুপ্লিকেট ভোটার খোঁজে তৎপর নির্বাচন কমিশন। একই নামে একাধিক ভোটার কারা? আলাদা ব্যক্তি কিনা নিশ্চিত করে তথ্য দিতে হবে BLO-দের। পোর্টালে নির্দিষ্ট অপসন দেওয়া হয়েছে সোমবার থেকে। ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন। একই নামে একাধিক জায়গায় ভোটার রয়েছে। সেই ভোটাররা একই ব্যক্তি না আলাদা সেটা জানা জরুরি। তাই এই ক্ষেত্রে তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা সম্ভব নয় বলে মনে করছে ইলেকশন কমিশন। ১১ তারিখ শেষ তারিখ তার আগে এই বিষয়ে ঘোষণা নির্বাচন কমিশনের।
এসআইআর-এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এদিন বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। সূত্র মারফত জানা যাচ্ছে, এসআইআর-এর কাজ কেমন চলছে, সেটা জানতে এই বৈঠক। ঝাড়াই বাছই পর্ব যাতে আরও নিখুঁত করা যায়, সেই কারণেই এই বৈঠক। এনুমারেশন ফর্ম প্রায় ডিজিটাইজেশন শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্ব শুনানি।
কমিশন চাইছে, এটা আরও নিখুঁত হতে হবে। ডিজিটাইজেশন পর্বে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে, সেটা সম্পর্কে আরও বিশদ জানতেই পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। এদিকে, রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হল প্রায় ৫৬ লক্ষ। যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫।
