Dengue in Kolkata: বাংলাদেশ থেকে এলেই বাড়তি নজরদারি, ডেঙ্গি রুখতে কোভিডের ধাঁচে ইমিগ্রেশন চেকিং পয়েন্টে রক্তপরীক্ষা

Dengue in Kolkata: প্রসঙ্গত, কলকাতা সহ গোটা রাজ্যেই হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তবে সিংহভাগ আক্রান্তই জেলার। এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৫০।

Dengue in Kolkata: বাংলাদেশ থেকে এলেই বাড়তি নজরদারি, ডেঙ্গি রুখতে কোভিডের ধাঁচে ইমিগ্রেশন চেকিং পয়েন্টে রক্তপরীক্ষা
ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 8:19 PM

কলকাতা: বাংলাদেশে (Dengue in Bangladesh) মারাত্মক আকার নিয়েছে ডেঙ্গি। ডেঙ্গির প্রকোপ (Dengue Outbreak) বাড়ছে এপার বাংলাতেও। এবার কলকাতায় বাংলাদেশ থেকে আগতদের উপরে নজর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। নজর রাখার পরামর্শ স্বাস্থ্য ভবনের। তা নিয়ে জরুরি বৈঠকে কলকাতা পুরসভা। কী ভাবে চলবে নজরদারি? কীভাবে আক্রান্তদের চিহ্নিত করা হবে। কীভাবে চলবে সামগ্রিক প্রক্রিয়া সেই রণকৌশল ঠিক করতেই আধিকারিকদের নিয়ে বৈঠক ডাকেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। 

প্রসঙ্গত, কলকাতা সহ গোটা রাজ্যেই হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তবে সিংহভাগ আক্রান্তই জেলার। এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৫০। সূত্রের খবর, বাংলাদেশ থেকে আগতদের উপর নজর রাখতে ইমিগ্রেশন পয়েন্টে চেকিং শুরু হতে পারে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে রক্ত পরীক্ষার ব্যবস্থাও করা হতে পারে। সহজ কথায়, কোভিডের ধাঁচে ইমিগ্রেশন চেকিং পয়েন্টে রক্তপরীক্ষার ব্যবস্থা হতে পারে। পাশাপাশি পুরসভার স্বাস্থ্য কর্মীদের জ্বর সমীক্ষায় বাড়তি দায়িত্বও দেওয়া হচ্ছে। কার কার জ্বর, কতদিনের জ্বর, আগে কখন‌ও ডেঙ্গি হয়েছে কি না, এই সমস্ত বিষয়ই দেখবে পুরসভার স্বাস্থ্য কর্মীরা। 

পাশাপাশি জোরকদমে চলবে সতেনতামূলক প্রচারও। এদিকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পিকনিক গার্ডেনে ১০ বছরের এক বালিকারও মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জেরেই শহরের একটি ডায়গনিস্টিক সেন্টারকে শো-কজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। শো-কজ করল কলকাতা পুরসভা। ডেঙ্গি আদপে নোটিফায়েবল ডিজিজ। কিন্ত, অভিযোগ এরপর‌ও আক্রান্তের তথ্য জানায়নি ডায়গনিস্টিক সেন্টার। সেই কারণেই শো-কজ পুরসভার। অন্যদিকে জমা জল নিয়ে কেস করা হয়েছে। যে সকল ওয়ার্ডে কেস বেশি সেখানে আরও বেশি করে নজরদারি চলবে বলে জানিয়েছেন অতীন ঘোষ।