C V Ananda Bose: রাজ্য-রাজভবন সংঘাতে এবার বিধানসভার বাদল অধিবেশনই প্রশ্নের মুখে

C V Ananda Bose: সূত্রের খবর, রাজ্যপাল এমনও বলেন, পরিষদীয় মন্ত্রীর বদলে সম্ভব হলে মুখ্যসচিব আসুন। কিন্তু তিনিও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যেতে পারেননি বলেই সূত্রের খবর। এদিকে রাজ্যের তরফে বলা হয়েছিল, ২৪ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হলে, সেখানেই মন্ত্রিসভার বৈঠকও বসবে।

C V Ananda Bose: রাজ্য-রাজভবন সংঘাতে এবার বিধানসভার বাদল অধিবেশনই প্রশ্নের মুখে
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 8:19 PM

কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত যেন কিছুতেই থামছে না। রাজ্য রাজনীতি থেকে শিক্ষা কিংবা প্রশাসনিক ক্ষেত্র, রাজ্যের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) মতানৈক্যের ছবি বারবার প্রকট হচ্ছে। এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যপাল পরিষদীয় মন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যাননি। এরপরই নতুন করে শুরু হয়েছে জটিলতা। এমনও শোনা যাচ্ছে এই সংঘাতের জেরে নাকি মন্ত্রিসভার বৈঠকের স্থানও বদলে গিয়েছে।

সূত্রের খবর, ২৪ জুলাই অর্থাৎ আগামী সোমবার রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। এদিকে অধিবেশন শুরুর আগে রাজ্যপালের অনুমতি প্রয়োজন। সূত্রের দাবি, পরিষদীয় দফতর এ সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠায়। এরপরই রাজ্যপাল জানতে চান, কেন এত অল্প সময়ের মধ্যে ফাইলে সই চাওয়া হচ্ছে, কেন এত কম সময়ের মধ্যে বাদল অধিবেশন বসছে? সূত্রের খবর, এ নিয়ে পরিষদীয় মন্ত্রীকে ডেকেও পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে শোভনদেব চট্টোপাধ্যায় যেতে পারেননি।

সূত্রের খবর, রাজ্যপাল এমনও বলেন, পরিষদীয় মন্ত্রীর বদলে সম্ভব হলে মুখ্যসচিব আসুন। কিন্তু তিনিও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যেতে পারেননি বলেই সূত্রের খবর। এদিকে রাজ্যের তরফে বলা হয়েছিল, ২৪ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হলে, সেখানেই মন্ত্রিসভার বৈঠকও বসবে। সে সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়।

কিন্তু সূত্রের খবর, সে স্থানও বদলে গিয়েছে। রাজ্যপাল এখনও অধিবেশনের কাগজে সই না করায়, বৈঠক বসবে নবান্নেই। রাজ্য-রাজ্যপালের মধ্যে সংঘাতের যে ছবি গত কয়েকদিন ধরে লাগাতার দেখা যাচ্ছে, এই ঘটনা তাতে নবতর সংযোজন বলেই মনে করা হচ্ছে। ২৪ জুলাই বাদল অধিবেশন শুরু না হলে সেক্ষেত্রে ২৬ জুলাই বা ৪ অগস্ট থেকেও শুরু হতে পারে অধিবেশন।