CPIM-ISF: ১৪ খানা আসন চেয়ে শেষে এই? নওশাদরা সিপিএমের সঙ্গে থাকবে তো?
ISF-CPIM: বাম সূত্রে খবর, আইএসএফকে বলা হয়েছে, তাদের দাবি অনেক বেশি। বাকি বাম শরিকরা বলেছেন, এত বেশি আসন ছাড়া যাবে না আইএসএফের জন্য। সূত্রের খবর, এই আবহে এদিন বিমান বসু-সহ বাম নেতৃত্ব বৈঠকে থাকা আইএসএফ প্রতিনিধি দলকে জানিয়েছেন, দু'টি আসন ছাড়া যেতে পারে নওশাদ সিদ্দিকীর দলকে।

কলকাতা: জোটে জট আরও জটিল। দাবি ছিল ১৪। সূত্রের খবর, মিলবে ২। সিপিআইএমের সঙ্গে জোটের বৈঠকে আইএসএফ দাবি করেছিল, ১৪ টি আসন চাই। নওশাদ সিদ্দিকীর দলের অবস্থান জেনেছিলেন সিপিআইএম নেতৃত্ব। সূত্রের খবর, ১৪-এর দাবিতে কতগুলি আসন মিলবে, তা জানতে চেয়েছিল আইএসএফ নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে সঙ্গে বৈঠক হয় আইএসএফ নেতৃত্ব বিশ্বজিৎ মাইতি, সামসুর আলি মল্লিক-সহ ৪ প্রতিনিধির।
বাম সূত্রে খবর, আইএসএফকে বলা হয়েছে, তাদের দাবি অনেক বেশি। বাকি বাম শরিকরা বলেছেন, এত বেশি আসন ছাড়া যাবে না আইএসএফের জন্য। সূত্রের খবর, এই আবহে এদিন বিমান বসু-সহ বাম নেতৃত্ব বৈঠকে থাকা আইএসএফ প্রতিনিধি দলকে জানিয়েছেন, দু’টি আসন ছাড়া যেতে পারে নওশাদ সিদ্দিকীর দলকে।
কোন দু’টি আসন? একটি হাওড়ার উলুবেড়িয়া, অন্যটি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। কিন্তু সত্যিই যদি এ প্রস্তাব আসে, আইএসএফ ১৪-র বদলে ২ মানবে? নওশাদ সিদ্দিকী এ বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ। বৃহস্পতিবার আইএসএফের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনার পরে হয়ত বামেদের সঙ্গে জোট সংক্রান্ত অবস্থান স্পষ্ট করবে আইএসএফ।
চলতি সপ্তাহে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট। যদিও বামফ্রন্টের শরিকরা চায় বৃহস্পতিবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে। শরিকদের সঙ্গে একদফা বৈঠক আগেই করেছে সিপিএম নেতৃত্ব। বৃহস্পতিবার প্রথমে দ্বিপাক্ষিক (সিপিআইএম এবং অন্য শরিকরা আলাদা আলাদা করে বৈঠক করবে)। তারপর আবার বামফ্রন্টের বৈঠক হবে। কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না তা নিয়ে এআইসিসির তরফে কোনও কোনও সবুজ সঙ্কেত এখনও আলিমুদ্দিনে এসে পৌঁছয়নি বলেই খবর। তবে অধীর চৌধুরীর সঙ্গে কথা হয়েছে মহম্মদ সেলিমের।





