CPIM Candidate List: সন্দেশখালির ‘খেলা’ ঘোরাতে নিরাপদেই আস্থা বামেদের? আজই প্রকাশ হতে পারে প্রার্থী তালিকা
CPIM Candidate list: তারপরে, আবার বামফ্রন্টের বৈঠক হবে। এ দিকে, বুধবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে স্থির হয়েছে, যে আসনগুলি কংগ্রেসের তালিকায় থাকার কোনও সম্ভাবনা নেই, যেমন-দমদম,যাদবপুর,বসিরহাট বীরভূমসহ দশটি আসনে প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে।

কলকতা: বাংলায় ২০ দফায় আসন আগেই দিয়েছে বিজেপি। তারপর ৪২ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে কংগ্রেস বা বামেরা এখনও প্রার্থী তালিকা প্রকাশ্যে আনেনি। কানাঘুষো শোনা যাচ্ছে, কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতা না হওয়ার জন্যই এই টালবাহানা। কিন্তু বাম শিবির সূত্রে খবর, চলতি সপ্তাহেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট। যদিও, বামফ্রন্টের শরিকরা চান বৃহস্পতিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে।
শরিক দলগুলির সঙ্গে একদফা বৈঠক আগেই করেছে সিপিআএম নেতৃত্ব। বৃহস্পতিবার প্রথমে দ্বিপাক্ষিক (সিপিআইএম এবং অন্য শরিকরা আলাদা আলাদা করে বৈঠক করবে)। তারপরে, আবার বামফ্রন্টের বৈঠক হবে। এ দিকে, বুধবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে স্থির হয়েছে, যে আসনগুলি কংগ্রেসের তালিকায় থাকার কোনও সম্ভাবনা নেই, যেমন-দমদম,যাদবপুর,বসিরহাট বীরভূমসহ দশটি আসনে প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। তারপরেও কংগ্রেসের তরফে যদি উৎসাহ দেখানো না হয়,সে ক্ষেত্রে বাকি প্রার্থীদের নাম দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
এ দিকে, আলিমুদ্দিনে কান পাতলে শোনা যাচ্ছে, দুই ছাত্র মুখ সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরকে প্রার্থী করতে পারে বাম শরিক সিপিএম। তবে আরও উল্লেখযোগ্য, এবার বসিরহাট থেকে নাকি নিরাপদ সর্দারকে দাঁড় করাতে পারে লাল শিবির। কারণ সন্দেশখালির ঘটনার পর বামেদের অন্যতম চর্চিত মুখ হয়ে উঠেছেন প্রাক্তন এই বাম বিধায়ক। বরাবরই প্রতিবাদ মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। ফলে তৃণমূলের হাজি নুরুল ইসলামের বিপরীতে নিরাপদই যে ‘নিরাপদ’ বামেদের কাছে তা বলার অপেক্ষা রাখে না।তবে বসিরহাটে বরাবরই লড়াই করেছে সিপিআই। তাই নিরাপদবাবুকে সেখান থেকে প্রার্থী করার জন্য সিপিআইকে বনগাঁ থেকে লড়ার অনুরোধ জানানো হয়েছে সিপিএম-এর তরফে।
এ দিকে, কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না,তা নিয়ে এখনও আসেননি সবুজ সঙ্কেত। কিন্তু সূত্রের খবর, দলনেতা অধীর চৌধুরীর সঙ্গে বাম নেতা মহম্মদ সেলিমের কথা হয়েছে। অপরদিক, আইএসএফ আবার বামেদের থেকে ১৪টি আসন চেয়েছিল। তার মধ্যে বসিরহাট অন্যতম। বাম সূত্রে খবর, আইএসএফকে বলা হয়েছে, তাদের দাবি অনেক বেশি। বাকি বাম শরিকরা বলেছেন, এত বেশি আসন ছাড়া যাবে না আইএসএফের জন্য। সূত্রের খবর, এই আবহে এদিন বিমান বসু-সহ বাম নেতৃত্ব বৈঠকে থাকা আইএসএফ প্রতিনিধি দলকে জানিয়েছেন, দু’টি আসন ছাড়া যেতে পারে নওশাদ সিদ্দিকীর দলকে। ফলে জোটের জট ভেঙে কবে বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করে তাই এখন দেখার।





