Attacked On Police: হাসপাতালে আশ্রয়, সেখানে দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ
Kolkata Police: কেন আইনজীবীর বাড়ি থেকে হাসপাতালে গেল দুষ্কৃতীরা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগেই। পেশায় আইনজীবী দেবায়ন ঘোষ ৯৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি। এই এলাকায় দীর্ঘদিন ধরেই তোলাবাজি, ষাট্টা, জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল।

কলকাতা: দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত নেতাজিনগর থানার পুলিশ। ওই এলাকায় এক আইনজীবীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ আসে। আইনজীবীর ওপর বোমা বন্দুক নিয়ে হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে, পুলিশ পৌঁছানোর আগেই গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। বাঘাযতীন হাসপাতালে আশ্রয় নেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খুঁজতে বাঘাযতীন হাসপাতালে পৌঁছয় পুলিশ। সেখান থেকে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। সেখানেই আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু কেন আইনজীবীর বাড়ি থেকে হাসপাতালে গেল দুষ্কৃতীরা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগেই। পেশায় আইনজীবী দেবায়ন ঘোষ ৯৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি। এই এলাকায় দীর্ঘদিন ধরেই তোলাবাজি, ষাট্টা, জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল। আইনজীবীর দাবি, যবে থেকে তিনি যুব তৃণমূলের দায়িত্ব পেয়েছেন, তিনি চেষ্টা করছিলেন, এই সমস্ত জিনিসগুলো বন্ধ করার।
বুধবার রাতেও নিজের বাড়িতে বিশ্বকর্মা পুজো করেছিলেন দেবায়ন। তারপর তিনি পাড়ার ক্লাব থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময়েই বাইকে করে দুষ্কৃতীরা আসে। অস্ত্র নিয়ে আইনজীবীর ওপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। জয়ন্ত ও পুঁচকি নামে দুই ভাই, এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাঁরা ষাট্টা তোলাবাজি, জুয়ার ঠেক চালান বলে অভিযোগ। তারপর দুতরফের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতিতে আহত হয় অভিযুক্তরা।
তারপর তাঁরা বাঘাযতীন হাসপাতালে চিকিৎসা করাতে যান। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তাঁদেরকে গ্রেফতার করতে গেলে পুলিশ কর্মীদের ওপরেও হামলা চালায় বলে অভিযোগ। আইনজীবীর ভাই বলেন, “ওরা এরকম বারেবারেই করে। আজকে দাদার ওপর করেছে, অন্যদিন, অন্য লোকের ওপর করবে। “
