Cigarette Recover: নষ্ট করা হল ৩ লক্ষের বেশি সিগারেট
Cigarette Recover: পুলিশের অনুমান সব মিলিয়ে মোট ৩ লক্ষ ৪১ হাজার বিদেশি সিগারেট উদ্ধার হয়েছে। পরে পুলিশ উদ্ধার হওয়া সিগারেটগুলিকে নষ্ট করে ফেলে।
কলকাতা: প্রায় ৩ লক্ষেরও বেশি বিদেশি সিগারেট উদ্ধার করল নকশালবাবাড়ি শুল্ক বিভাগের আধিকারিকরা। গত দু’দিন আগে (৩১ মার্চ ২০২৩) বৃহস্পতিবার ওই সিগারেটগুলি উদ্ধার হয়। পরে উদ্ধার হওয়া সিগারেটগুলি আধিকারিকরা নষ্ট করে ফেলেন।
গোপন সূত্রে খবর পেয়ে কশালবাড়ি শুল্ক বিভাগের আধিকারিকরা দু’দিন আগে তল্লাশি চালান। তাঁদের অনুমান সব মিলিয়ে মোট ৩ লক্ষ ৪১ হাজার বিদেশি সিগারেট উদ্ধার হয়েছে। পরে উদ্ধার হওয়া সিগারেটগুলিকে নষ্ট করে ফেলে।
প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়, এর আগে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে প্রচুর পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করে আরপিএফ। পুলিশের অনুমান সেই সময় অন্তত ৪৫ লক্ষ টাকার সিগারেট উদ্ধার হয়েছে। জানা যায়, নিউকমপ্লেক্সের গোডাউনে ১০টি বড় প্যাকিং বাক্স পড়ে থাকতে দেখা যায়। তা দেখেই সন্দেহ হয় কর্তব্যরত গোয়েন্দাদের। পরীক্ষা করার জন্য সেগুলি খুলতেই প্রচুর পরিমাণ সিগারেটের প্যাকেট উদ্ধার হয়। সেই ঘটনার প্রায় ২ মাস পর ফের এত পরিমাণ সিগারেট উদ্ধারে চাঞ্চল্য ছড়াল।