Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bakibur Rahman: ১ কোটি টাকা লাগবে বাকিবুরের, কর্মীদের বেতন দিতে সই করতে চান চেকে…

Bakibur Rahman: বাকিবুরের আইনজীবী দাবি করেন, এনপিজি রাইসমিলে ১ হাজার ৭৫ জন কর্মীর বেতনের জন্য ১ কোটি টাকার প্রয়োজন। ইডির আশঙ্কা, কর্মীদের বেতনের নাম করে রেশন দুর্নীতির টাকা সরিয়ে ফেলার চেষ্টা হতে পারে। যেহেতু এনপিজি রাইসমিলের মাধ্যমেই সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে, তাই এই আশঙ্কা করছে ইডি।

Bakibur Rahman: ১ কোটি টাকা লাগবে বাকিবুরের, কর্মীদের বেতন দিতে সই করতে চান চেকে...
বাকিবুর রহমান। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 6:30 AM

কলকাতা: মিল মালিক বাকিবুর রহমান। রেশন দুর্নীতি মামলায় এখন ইডির হাতে গ্রেফতার হয়ে জেলে আছেন ঠিকই। কিন্তু এক সময় তিনিই ছিলেন হাজার পরিবারের ‘মা বাবা’। তাঁর যে মিল, তাতে বহু মানুষ কাজ করেন। এদিকে ‘মালিক’ গ্রেফতার হওয়ায় সেই সব কর্মীদের বেতন বন্ধ। তাই এবার আদালতে চেক সইয়ের অনুমতি চাইলেন বাকিবুর রহমান। আদালতও জানিয়ে দিয়েছে, খরচের হিসাবে স্বচ্ছতা ও সততা দেখাতে পারলে তবেই বাকিবুর রহমানকে চেক সই করতে অনুমতি দেবে ইডি। সোমবার আদালতে সেই ইঙ্গিত দিলেন ইডির বিশেষ সরকারি আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

বাকিবুরের আইনজীবী দাবি করেন, এনপিজি রাইসমিলে ১ হাজার ৭৫ জন কর্মীর বেতনের জন্য ১ কোটি টাকার প্রয়োজন। ইডির আশঙ্কা, কর্মীদের বেতনের নাম করে রেশন দুর্নীতির টাকা সরিয়ে ফেলার চেষ্টা হতে পারে। যেহেতু এনপিজি রাইসমিলের মাধ্যমেই সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে, তাই এই আশঙ্কা করছে ইডি।

তাই সোমবার আদালতে কর্মীদের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য চায় ইডি। বেতন দেওয়ার পর সেই খরচের হিসাবও দিতে হবে বলে বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন শুনানিপর্বে বিচারক বলেন, ব্যাঙ্কত অ্যাকাউন্ট বাজেয়াপ্ত না করলে চেক সই করার অনুমতি দিতে আপত্তি কোথায়? ইডি আদালতের প্রশ্নের উত্তরে জানায়, এনপিজি রাইসমিলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি সন্দেহের আওতায়। দুর্নীতির টাকা সরানোর চেষ্টা হতে পারে। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আদালত জানায়, আগামী ২ মার্চ ফের এই মামলার শুনানি হবে।