Buddhadeb Bhattacharjee Health: ফুসফুসের দু’দিকেই সংক্রমণ, বিপন্মুক্ত নন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharjee: হাসপাতাল সূত্রে খবর, বুধবার থেকে জ্বর এসেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। শুক্রবার থেকে শুরু হয় শ্বাসকষ্ট। তবু হাসপাতালে ভর্তি হতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Buddhadeb Bhattacharjee Health: ফুসফুসের দু'দিকেই সংক্রমণ, বিপন্মুক্ত নন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 9:40 PM

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি। শনিবারই তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনই তাঁকে বিপন্মুক্ত বলছেন না চিকিৎসকরা। ঘণ্টায় ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা বদলাচ্ছে। বুদ্ধবাবুর আচ্ছন্নতা নিয়ে উদ্বেগে চিকিৎসকরা। ভেন্টিলেশনে দেওয়ার বিষয়ে শনিবার রাতেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর। আচ্ছন্ন ভাব না কাটলে নন ইনভেসিভ থেকে ইনভেসিভ ভেন্টিলেশনে যেতে পারেন বুদ্ধবাবু।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দেহে অক্সিজেনের মাত্রা ৯১-৯৩। একদিকে অক্সিজেনের ঘাটতি, অন্যদিকে দেহে অতি মাত্রায় কার্বন ডাই অক্সাইড। চিকিৎসকদের পরিভাষায় ‘মিক্সড রেসপিরেটরি ফেলিওরে’র শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফুসফুসের দু’দিকেই রয়েছে সংক্রমণ। অক্সিজেনের মাত্রা স্থিতিশীল করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো এখন লক্ষ্য। ফুসফুসে সংক্রমণের মাত্রা কমাতে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করা হচ্ছে। এটাই বুদ্ধবাবুর চিকিৎসায় এখন অগ্রাধিকার পাবে।

হাসপাতাল সূত্রে খবর, বুধবার থেকে জ্বর এসেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। শুক্রবার থেকে শুরু হয় শ্বাসকষ্ট। তবু হাসপাতালে ভর্তি হতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। শনিবার আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। বাড়িতেই রক্ত পরীক্ষা করা হয়। এরপরই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পাণ্ডার নেতৃত্বে ৯ সদস্যর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।