Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় পদক্ষেপ, রেল শোনাল সুখবর
Madhyamik Exam: বিগত কয়েক মাসে সপ্তাহান্তে দফায় দফায় গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থেকে হাওড়া, শিয়ালদহ শাখায়। ভোগান্তি চরমে উঠেছে যাত্রীদের। কিন্তু, এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল রেল।
কলকাতা: শনি-রবিবার এলেই যেন চিন্তা বাড়তে থাকে রেল যাত্রীদের। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও ওভারহেডের তারের দেখভাল, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বিগত কয়েক মাসে সপ্তাহান্তে দফায় দফায় গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থেকে হাওড়া, শিয়ালদহ শাখায়। ভোগান্তি চরমে উঠেছে যাত্রীদের। কিন্তু, এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল রেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পূর্ব রেলের তরফে ২১ টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার ঘোষণা করা হল। এদিনই বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে রেলের তরফে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাঝের আট দিন শিয়ালদহ – রানাঘাট – কৃষ্ণনগর সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশন এবং বারাসত – বনগাঁ সেকশনে সানহাটি ও বিভূতি ভূষণ হল্ট স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার কথা জানিয়েছে। সকাল ৮টা থেকে বেলা ৯টা ৪৫ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
রেলের বিবৃতিতে জানানো হয়েছে…
31815 শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি লোকাল জালালখালিতে সকাল ৮টা ২২ মিনিটে দাঁড়াবে। 31819 শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়ায় থামবে সকাল ৮টা ২২ মিনিটে ও সকাল ৮টা ২৯ মিনিটে, ৮টা ৪২ মিনিটে। 31111 শিয়ালদহ – কাটোয়া লোকাল জগদ্দল এবং কাঁকিনাড়ায় থামবে ৮.৫৬, ৮.৫৮ মিনিটে। 33819 শিয়ালদহ – বনগাঁ বিভূতি ভূষণ হল্টে ৯টা ১ মিনিটে থামবে। 33363 বারাসত – বনগাঁ লোকাল ৯টা ৬ মিনিটে সানহাটি এবং বিভূতি ভূষণ হল্টে থামবে ৯টা ২৯ মিনিটে। 31825 শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল জালালখালিতে ১টা ৫ মিনিটে থামবে। 03183 শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার স্পেশ্যাল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙায় ১.১৩, ১.২০, ১টা ২৮, ২.১৪ মিনিটে থামবে। 31769 রানাঘাট – লালগোলা ১.৩৮ মিনিটে জালালখালিতে থামবে। তালিকায় রয়েছে আরও একগুচ্ছ ট্রেন। প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে এই ঘোষণায় স্বভাবতই খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা।