পিকনিকে অশান্তি! বিজেপি নেতাকে মারধরে তীব্র উত্তেজনা সল্টলেকে
বিজেপির অভিযোগ, বিনা প্ররোচনায় তাদের মারধর করে তৃণমূল।
বিধাননগর: বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর তাই নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল সল্টলেকে। জানা গিয়েছে, রবিবার সল্টলেক সুকান্তনগর সমিতির ভেড়ির পাড়ে পিকনিক করছিলেন স্থানীয় বিজেপি নেতাকর্মিরা। তার একটু দূরেই পিকনিক করছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরাও। বিজেপির অভিযোগ, সন্ধে নাগাদ খাওয়া-দাওয়া ও আড্ডা শেষ করে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, তখন বিনা প্ররোচনায় তাঁদের উপর হামলা চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রথমে তাঁদের গালিগালাজ করা হয়। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর চড়াও হয় তৃণমূল বাহিনী। এই ঘটনায় বিধাননগর মন্ডল ২-এর বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় কাজিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দোষীদের শাস্তির দাবি তুলে দক্ষিণ বিধান নগর থানায় অভিযোগ জানায় বিজেপি।
বারবার বিজেপি নেতাকর্মিদের উপর হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে রবিবার রাতে সুকান্তনগরের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বিজেপি। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি তোলে তাঁরা। বিক্ষোভের জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বাস-ট্যাক্সি। এর বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলার পর সেখানে যায় দক্ষিণ বিধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা।