শীতের ছোট্ট ইনিংস, আজও পারদ নামল স্বাভাবিকের নীচে

বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা, আভাস হাওয়া অফিসের।

শীতের ছোট্ট ইনিংস, আজও পারদ নামল স্বাভাবিকের নীচে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 12:00 PM

কলকাতা: রাজ্যজুড়ে শীতের আরও এক ছোট্ট ইনিংস। স্বাভাবিকের নীচে নামল কলকাতার তাপমাত্রা। সকাল থেকেই কনকনে হাওয়া। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ জোরাল হবে। এর জেরেই বিকেলের পর থেকে নামবে পারদ।

সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন অর্থাৎ মঙ্গলবার ও বুধবার পরিস্থিতির কোনও বদল হবে না। সকালের দিকে কুয়াশাও থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।

আরও পড়ুন: বিজেপির নজরে বীরভূম, কাল নাড্ডা, পরপর রাজনাথ, যোগী, স্মৃতি ইরানিরা

অন্যদিকে উত্তরবঙ্গের দু’-এক জায়গায় ঘন কুয়াশা সোমবার সকালেও। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয় মণিপুর, মিজোরামে অতি ঘন কুয়াশার সর্তকতা রয়েছে আগামী তিনদিন। শনিবার রাতভর হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় পারদ নেমেছিল সামান্য। রবিবার দিনভর ঝলমলে রোদ থাকলেও রাতের দিকে ভালই ঠান্ডা মালুম হয়। সোমবার দিনভর সে পরিস্থিতিই বহাল থাকবে।