Mithun Chakrabarty: মিঠুনের পাশে শনিবার দেব-সোহম-রাজ, রবিতে গেলেন সুকান্ত-শুভেন্দু
Mithun Chakrabarty: ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। 'ডিস্কো ডান্সার' থেকে ভারতীয় সিনেপ্রেমির 'মহাগুরু' তিনি। শনিবার সেই মিঠুন অসুস্থ হয়ে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ৭৩ বছর বয়সি এই অভিনেতার ব্রেনস্ট্রোক হয় বলে হাসপাতালের তরফে শনিবার বিবৃতি দিয়ে জানানো হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় Ischemic Cerebrovascular Accident (Stroke)।
কলকাতা: হাসপাতালে মিঠুন চক্রবর্তী। রবিবার তাঁকে দেখতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বেডে বসে সুকান্ত, শুভেন্দুদের সঙ্গে এদিন কথা বলেন মিঠুন। সূত্রের খবর, শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হয় তাঁদের। মিঠুন এদিন হাসতে হাসতেই বলেন, শনিবারও শুটিংটা করতে পারলে ভাল হত। শুভেন্দু এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত একটি পোস্টও করেন।
ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ‘ডিস্কো ডান্সার’ থেকে ভারতীয় সিনেপ্রেমীদের ‘মহাগুরু’ তিনি। শনিবার সেই মিঠুন অসুস্থ হয়ে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ৭৩ বছর বয়সি এই অভিনেতার ব্রেনস্ট্রোক হয় বলে হাসপাতালের তরফে শনিবার বিবৃতি দিয়ে জানানো হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় Ischemic Cerebrovascular Accident (Stroke)। তাঁর মস্তিষ্কের এমআরআই করা হয়। গঠিত হয় মেডিক্যাল টিম। বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয়।
শনিবারই তাঁকে দেখতে যান সোহম চক্রবর্তী, দেব, রাজ চক্রবর্তীর মতো তারকারা। তাৎপর্যপূর্ণভাবে এদিন তাঁকে যাঁরা দেখতে গিয়েছিলেন সকলেই তৃণমূলের তারকা-জনপ্রতিনিধিও। যে দল এক সময় মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় সাংসদ হিসাবে পাঠিয়েছিল। যদিও একুশের বিধানসভা ভোটের আগে মিঠুন শিবির বদলান। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
I went to meet veteran actor and BJP Leader Shri Mithun Chakraborty at the private hospital in Kolkata where he is currently hospitalized and receiving treatment. I enquired about his health and am quite happy that he is feeling much better now. I pray for his well-being and hope… pic.twitter.com/6GaMEGZ9GT
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 11, 2024
ভোটে সেবার বিজেপির প্রার্থীদের হয়ে জোরাল প্রচারও করেছিলেন মিঠুন। যদিও লোকসভা ভোটকে সামনে রেখে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্তদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে মিঠুনের জায়গা হয়নি। যা নিয়ে বেশ চর্চা শুরু হয়। এরমধ্যে আবার শনিবার মিঠুন অসুস্থ হওয়ার পর বিজেপির কাউকে হাসপাতালে দেখা যায়নি। যদিও রবিবার দেখা গেল সুকান্তকে।