Suvendu Adhikari: কোভিডের সময় মিথ্যা হিসাব দিয়েছিল রাজ্য সরকার? বিস্ফোরক দাবি শুভেন্দুর, দিলেন প্রমাণও
Suvendu Adhikari on WB Data: ভারত সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা রুপায়ন মন্ত্রকের সম্প্রতি রাজ্যওয়াড়ি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP)-র পরিসংখ্যানের প্রকাশিত হওয়ার পর, পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই কারসাজি ধরা পরে গিয়েছে বলেই দাবি করেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: লোকসভা নির্বাচনের মুখেই ফের বোমা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যে ক্রমবর্ধমান ঋণের ফাঁদ ও আর্থিক পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) করছে বলে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিজেপি নেতা। বুধবার তিনি বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ আনেন।
কী অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী?
এ দিন এক্স হ্য়ান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, “অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যগুলির ঋণ নেওয়ার সীমা নির্ধারিত হয় রাজ্যের আভ্যন্তরীণ উৎপাদন অথবা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP)-এর মাধ্যমে। এই সুযোগকে অসৎ ভাবে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের মতো ঋণের ওপর নির্ভরশীল কিছু রাজ্য GSDP-র পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে বাজার থেকে বেশি পরিমাণ ঋণ নিয়েই চলেছে আর ঋণের পাঁকে আস্তে আস্তে ডুবে যাচ্ছে।”
ভারত সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা রুপায়ন মন্ত্রকের সম্প্রতি রাজ্যওয়াড়ি GSDP-র পরিসংখ্যানের প্রকাশিত হওয়ার পর, পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই কারসাজি ধরা পরে গিয়েছে বলেই দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে, পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে দাবী করা হয়েছিল, যখন কোভিডের কারণে সারা দেশের অর্থনীতির বৃদ্ধির হার কমে গিয়ে ঋণাত্মক হয়ে গিয়েছিল, সেখানেই নাকি পশ্চিমবঙ্গের অর্থনীতি ১.২০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ২০২৪ সালের গত ১৫ মার্চ ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত রাজ্যওয়াড়ি GSDP-র পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মহামারির বছরে পশ্চিমবঙ্গের অর্থনীতি আসলে মাইনাস ৭.৫৮শতাংশ হারে ভয়াবহ সঙ্কোচনের মুখোমুখি হয়েছিল।”
পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রতারণা এবং ক্রমবর্ধমান ঋণের ফাঁদ ————————————-
অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যগুলির ঋণ নেওয়ার সীমা নির্ধারিত হয় রাজ্যের আভ্যন্তরীণ উৎপাদন অথবা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP) এর মাধ্যমে। এই সুযোগকে অসৎ…
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 27, 2024
তিনি আরও লেখেন, “আদতে পরিসংখ্যান নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই কারসাজি নতুন কিছু নয়, কিংবা শুধুমাত্র ২০২০-২০২১ আর্থিক বছরেই এমন দাবি করা হয়েছে, তা নয়। করোনা মহামারির আগের বছরে, অর্থাৎ ২০১৯-২০ সালের বাজেট নথিতে দাবি করা হয়েছিল যে রাজ্যের GSDP ১০.৪২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, অথচ ভারত সরকার তথ্য প্রকাশ করেছে যে বৃদ্ধির হার ছিল মাত্র ৩.১০ শতাংশ। অর্থাৎ, রাজ্যের GSDP বাড়িয়ে দেখানো এবং সেই বর্ধিত GSDP-র ভিত্তিতে বাজার থেকে ঋণ নিয়ে চলার এই ভয়ঙ্কর প্রবণতা পশ্চিমবঙ্গকে ক্রমশ ঋণের পাঁকে ডুবিয়ে দিচ্ছে।”





