Suvendu Adhikari: দিল্লি উড়ে গেলেন শুভেন্দু, শাহর সঙ্গে ৪৫ মিনিট বৈঠক
Suvendu Adhikari meets Amit Shah: শুভেন্দু বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কিন্তু, দিল্লিতে গিয়ে শাহর সঙ্গে ৪৫ মিনিটের মতো বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা নিজেই লিখেছেন, নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু, কী কী নিয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্ট করেননি।

কলকাতা ও নয়াদিল্লি: আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। বাড়ছে ভোটের উত্তাপ। তার মধ্যে সোমবার আচমকা দিল্লি উড়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ২ জনের ৪৫ মিনিট বৈঠকও হল। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভেন্দুই।
সোশ্যাল মিডিয়ায় শাহর সঙ্গে সাক্ষাতের ছবি দিয়ে শুভেন্দু লিখেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আজ ওঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলাম। বিভিন্ন বিষয় নিয়ে আজ ওঁর সঙ্গে আলোচনা হয়েছে। ব্যস্ততা সত্ত্বেও প্রায় ৪৫ মিনিটের মতো উনি আমাকে সময় দিয়েছেন। এর জন্য আমি কৃতজ্ঞ। সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আসন্ন দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।”
শুভেন্দু বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কিন্তু, দিল্লিতে গিয়ে শাহর সঙ্গে ৪৫ মিনিটের মতো বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা নিজেই লিখেছেন, নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু, কী কী নিয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্ট করেননি। ফলে তাঁদের আলোচনার বিষয়বস্তু নিয়ে আরও জল্পনা বেড়েছে।
কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। শুভেন্দু-সহ বিজেপি নেতারা দাবি করছেন, এবার রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। বিহারের বিধানসভা ভোট শেষ হওয়ার পর অমিত শাহও বাংলায় ঘাঁটি গাড়বেন বলে শোনা গিয়েছে। বঙ্গ বিজেপি নেতৃত্ব বলছে, পুজোর পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় যাতায়াত বাড়বে। এই আবহে শাহর সঙ্গে শুভেন্দুর এই ‘সৌজন্য’ সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।
