Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar victim: ‘ভিডিয়ো শুট করা হল… দুর্ধর্ষ প্ল্যানিং’, বলছে বিজেপি, ‘কেন CBI-কে বলছে না?’, প্রশ্ন কুণালের

RG Kar victim: চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ কয়েকজন চিকিৎসককে প্রথম এই টাকার অফারের কথা বলেছিলেন নির্যাতিতার বাবা। চিকিৎসকরা জানিয়েছিলেন সে কথা। পরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে একই অভিযোগের কথা বলেন।

RG Kar victim: 'ভিডিয়ো শুট করা হল... দুর্ধর্ষ প্ল্যানিং', বলছে বিজেপি, 'কেন CBI-কে বলছে না?', প্রশ্ন কুণালের
দুটি পৃথক ভিডিয়ো থেকে পাওয়া ছবি
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 7:26 PM

কলকাতা: আরজি করের নির্যাতিতার বাবা বলেছেন, তাঁকে চাপ দিয়ে একটি ভিডিয়ো রেকর্ড করেছে পুলিশ। টাকা অফার করার যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে তুলেছেন তিলোত্তমার বাবা, তার প্রেক্ষিতে একটি ভিডিয়ো প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে বাবা-মায়ের শোনা যাচ্ছে, টাকার অফার করেনি পুলিশ। তৃণমূল নেতারা যখন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করছেন, তখন নির্যাতিতার বাবা জানালেন, ওই ভিডিয়ো আসলে পুলিশ চাপ দিয়ে করিয়েছে। আর সেই ভিডিয়ো নিয়েই সরব হলেন বিরোধী দলের নেতারা। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা)

চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ কয়েকজন চিকিৎসককে প্রথম এই টাকার অফারের কথা বলেছিলেন নির্যাতিতার বাবা। চিকিৎসকরা জানিয়েছিলেন সে কথা। পরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে একই অভিযোগের কথা বলেন। বিরোধীদের দাবি, নির্যাতিতার বাবা মিথ্যা কথা বললে, সব ক্ষেত্রে বয়ান একই হত না।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, যারা মিথ্যা কথা বলে, তাদের বারবার বয়ান বদল করতে হয়। এ ক্ষেত্রে পরিবার সত্যি কথা বলছে। কারণ সবগুলো ভার্সান একই রকম। সরকার ও পুলিশের ভার্সান আলাদা। বিজেপি নেত্রী লকেট চট্টেপাধ্যায় এই ভিডিয়ো প্রসঙ্গে বলেন, “দারুণ প্ল্যানিং, দুর্ধর্ষ প্ল্যানিং। মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজনৈতিকভাবে ব্যবহার করছে। চাপ দেওয়ার চেষ্টা করছে পুলিশ। শুট করা হয়েছে ভিডিয়ো। এই ভাবেই তো সরকারটা চলছে।”

অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, “যদি কেউ বুঝতে পারে যে চাপ দেওয়া হচ্ছে, তাহলে সেটা সবার আগে সিবিআই-কে বলা উচিত। এখন তো আর পুলিশ তদন্ত করছে না। কোনও ভয়ের ব্যাপার নেই। যেটা মঞ্চে বসে বলা যায় সিবিআই-এর সামনে বলা হচ্ছে না কেন?”