BJP in Durga Puja 2025: মহালয়ার পরেই শুরু হবে কাজ! বামেদের কায়দায় পুজো-প্রচারে বিজেপি
BJP in Durga Puja 2025: বিজেপি সূত্রে খবর, জনবহুল এলাকা অর্থাৎ যেখানে প্রচুর মানুষের যাতায়াত রয়েছে, এমন সব পুজো প্রাঙ্গনকে বাছাই করে, সেই এলাকাগুলিতেই খোলা হবে বিজেপির বুক স্টল। সম্পূর্ণ স্বদেশিয়ানার মোড়কে এই বুক স্টল বলবে, ভোকাল ফর লোকালের কথা। সামনেই নির্বাচন, তাই এখন থেকেই মানুষের মনে পাশের থাকার বার্তা গড়তে চায় গেরুয়া শিবির।

কলকাতা: রাত বেড়েছে কিন্তু বৈঠক থামেনি। সামনেই বাঙালির আবেগের পুজো। সেই আবহেই আবেগ নিয়ে কৌশলী বিজেপি। বাঙালির পুজোয় মিশে যেতে জনসংযোগে জোর দিচ্ছে বঙ্গের গেরুয়া শিবির। কিন্তু মানুষের সঙ্গে কীভাবেই বা মিশবে তারা? জনসংযোগের কথা বললেই তা তো হয়ে যায় না। সূত্রের খবর, পুজোয় জনসংযোগের জন্য বুক স্টলকেই হাতিয়ার করছে বিজেপি। ঠিক যেমনটা করে থাকে বাংলার বামেরা। এবার সেই পথেই এগোচ্ছে গেরুয়া শিবিরও।
শনির বৈঠকে উপস্থিত রয়েছেন দলের বিভিন্ন স্তরের সাধারণ সম্পাদক তথা বিজেপির বাংলা পর্যবেক্ষক সুনীল বনশল। রয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ অনেকেই। সেখান থেকেই সর্ব স্তরের নেতা-কর্মীদের কাছে এই বুক স্টল তৈরির বার্তা পৌঁছে দিয়েছেন শীর্ষ নেতৃত্বরা। সাফ জানিয়ে দিয়েছেন, বুক স্টল নিয়ে হতে হবে কৌশলী। তা কীভাবে?
বিজেপি সূত্রে খবর, জনবহুল এলাকা অর্থাৎ যেখানে প্রচুর মানুষের যাতায়াত রয়েছে, এমন সব পুজো প্রাঙ্গনকে বাছাই করে, সেই এলাকাগুলিতেই খোলা হবে বিজেপির বুক স্টল। সম্পূর্ণ স্বদেশিয়ানার মোড়কে এই বুক স্টল বলবে, ভোকাল ফর লোকালের কথা। সামনেই নির্বাচন, তাই এখন থেকেই মানুষের মনে পাশের থাকার বার্তা গড়তে চায় গেরুয়া শিবির। এদিনের বৈঠকে শীর্ষ নেতৃত্বরা সাফ জানিয়ে দিয়েছে, পুজো মণ্ডপে আগত দর্শণার্থীদের দিকে যেমন নানা ভাবে সাহায্য়ের হাত এগিয়ে দিতে হবে। ঠিক তেমনই তাদের মনেও গড়ে তুলতে হবে পাশে থাকার বার্তা।
মহালয়ার পরই শহর থেকে গ্রামে পুজোর মাধ্যমে শুরু হয়ে যাবে বিজেপির জনসংযোগ। এই কাজ যাতে বুথস্তর পর্যন্ত চলে, শনির বৈঠকে তেমনই নির্দেশ দিয়েছেন বাংলার পর্যবেক্ষক সুনীল বনশল। পাশাপাশি, বিধানসভা ভিত্তিক, মণ্ডল ভিত্তিক বিজয়া সম্মিলনী আয়োজনেও জোর দিতে বলেছেন তিনি।
