College street: ‘আমফানের সময় যেমন নষ্ট হয়েছে তেমন…’, বাঁশের উপর শুকচ্ছে বই, কোটি টাকার লোকসান বইপাড়ায়
আজ অর্থাৎ বুধবার সকাল থেকে পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলে ধীরে ধীরে বইগুলি উদ্ধারের চেষ্টা করেন বই বিক্রেতারা। বইগুলিকে বাঁশের উপর ফেলে শুকনোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু কতক্ষণ? পুজোর আগে যে কোটি কোটি টাকার বই নষ্ট হয়েছে তা ভালই টের পেয়েছেন তাঁরা।

কলকাতা: কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান, মঙ্গলবার কার্যত হাবুডুবু অবস্থা হয় কলকাতার। প্রকাশ্যে আসতে থাকে বিদ্যুৎ একের পর এক মৃত্যুর খবর। জল নামার পর ধীরে-ধীরে ফেরে সুস্থ স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু কলেজস্ট্রিটের বই পাড়ায় এক অন্য ছবি। জলে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার বই। রোদে বই শুকিয়ে কোনওভাবে ক্ষতির সামাল দেওয়ার চেষ্টা চলছে।
একটু বৃষ্টিতেই জল জমে যায় ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট, কলেজস্ট্রিটের মতো এলাকাগুলি। তারপর মঙ্গলবার আবার মুষলধারে বৃষ্টি হয়েছে সেখানে। ফলে পরিস্থিতি কেমন হবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখনও জল নামেনি কিছু কিছু এলাকায়। গতকাল কোথায় বুক পর্যন্ত জল, কোথাও আবার কোমর সমান জল হয়েছিল। তার জেরেই ভেসে গিয়েছিল বইগুলি।
আজ অর্থাৎ বুধবার সকাল থেকে পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলে ধীরে ধীরে বইগুলি উদ্ধারের চেষ্টা করেন বই বিক্রেতারা। বইগুলিকে বাঁশের উপর ফেলে শুকনোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু কতক্ষণ? পুজোর আগে যে কোটি কোটি টাকার বই নষ্ট হয়েছে তা ভালই টের পেয়েছেন তাঁরা। এক বই বিক্রেতা বলেন, “এর আগে যেমন আমফানে নষ্ট হয়েছিল, তেমন নষ্ট হয়েছে। কোটি টাকার বই নষ্ট হয়েছে।” আরও এক বই বিক্রেতা বলেন, “অনেক পুরনো বই তো পাওয়া যায় না। ক্রেতারা চাইলে তা আমরা জেরক্স করে দিই। সেই বইগুলি নষ্ট হয়ে গিয়েছে।”
