Buddhadeb Bhattacharjee: শনিবার কি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধবাবু? কী জানাচ্ছেন চিকিৎসকরা

Buddhadeb Bhattacharjee: শনিবার বুদ্ধবাবুকে কবে ছাড়া সম্ভব হবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আলোচনা করবে মেডিক্যাল বোর্ড।

Buddhadeb Bhattacharjee:  শনিবার কি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধবাবু? কী জানাচ্ছেন চিকিৎসকরা
বুদ্ধদেব ভট্টাচার্যImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 12:28 PM

কলকাতা: দিনে দিনে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। চিকিৎসকরা জানাচ্ছেন, আল্ট্রা সাউন্ড করা হবে বুদ্ধবাবুর। ফুসফুসে জল জমেছে কিনা, তা দেখার জন্য এই পরীক্ষা। শনিবার বুদ্ধবাবুকে কবে ছাড়া সম্ভব হবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আলোচনা করবে মেডিক্যাল বোর্ড।

তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতেই বুকে সামান্য অস্বস্তি অনুভব করেছিলেন বুদ্ধবাবু। সঙ্গে সঙ্গেই ইসিজি করানো হয়। তার রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই। তাঁকে এখনও রাইস নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। বুধবার আম খাওয়ার বায়না করেছিলেন বুদ্ধবাবু। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা হয়।

গত শনিবার যে পরিস্থিতিতে বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, তার থেকে বর্তমানে অনেকটাই ভাল রয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা এক ডাক্তার জানিয়েছেন, বুধবার রাতে বুকে হালকা ব্যথা হয়। তবে পরীক্ষার রিপোর্টে সেরকম চিন্তার কিছু নেই। কিছু এক্সরেও করা হয়েছে। রিপোর্টের বেশ কিছু অংশ অস্পষ্ট। সেগুলি আবারও দেখা হচ্ছে।

গত সোমবার বুদ্ধদেবের বুকের সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে বুদ্ধবাবুর সংক্রমণের প্রকোপ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একটু সুস্থ অনুভব করার পরই বাড়িতে ফেরার বায়না জুড়েছেন বুদ্ধবাবু। তিনি যে মোটেও হাসপাতালে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, তা আগেই দেখেছে বাংলা। এই শনিবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পূর্ণ হবে। তাঁকে শনিবারই ছাড়া হবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকরা।