Mamata Banerjee: নবান্ন নয়, প্রথমবার কালীঘাটেই বসছে মন্ত্রিসভার বৈঠক
Mamata Banerjee: বাম জমানায় অর্থাৎ জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কখনও মুখ্যমন্ত্রীর বাড়িতে ক্যাবিনেট বৈঠক হয়েছে বলে মনে করতে পারছে না রাজনৈতিক মহল। মমতার আমলেও এমন বৈঠক এই প্রথম। আলোচনা হতে পারে বিভিন্ন বিষয়ে।
কলকাতা: স্পেন সফর সেরে ফেরার পর থেকে পায়ে আঘাতের কারণে বাড়ি থেকে বেরতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বসেই প্রশাসনিক কাজকর্মে নজর রাখছেন তিনি। এবার তাঁর বাড়িতেই বসছে মন্ত্রিসভার বৈঠক। আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে থেকে মমতার কালীঘাটের বাড়িতে বৈঠক বসবে বলে জানা গিয়েছে। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবে বৈঠক বসছে বলেই জানা যাচ্ছে। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রীরা। সূত্রের খবর, পুজোর আগে নিয়মমাফিক এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্য জুড়ে উৎসবের রেশ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পুজোর ৪টে দিন মন্ত্রীরা কে, কোথায় থাকবেন তা নিয়ে আলোচনা হতে পারে।
এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর বাড়িতে বসছে ক্যাবিনেট বৈঠক। বাম জমানাতেও কখনও জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কখনও মুখ্যমন্ত্রীর বাড়িতে ক্যাবিনেট বৈঠক হয়েছে বলে মনে করতে পারছে না রাজনৈতিক মহল।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই পুজোর আগে ক্যাবিনেট বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সাধারণত পুজোর সময় জেলার মন্ত্রীদের নিজের এলাকায় থাকার পরামর্শ দেন তিনি। বর্তমানে জেলাতেও প্রচুর পুজো হয়, ভিড়ও হয় অনেক। সে ক্ষেত্রে পুজোয় যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার দিকে নজর রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এদিনই সেই বিষয়েই আলোচনা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
পুজোর পাশাপাশি এবারে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়েও চিন্তায় রয়েছে প্রশাসন। পুজোর সময়ে ডেঙ্গির জন্য বাড়তি সতর্কতা জারি রাখার কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রে কী পরামর্শ দেবেন, সেদিকে নজর থাকছে। এদিকে, বৃহস্পতিবারই বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে ৮০০-র বেশি পুজোর উদ্ধোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, স্পেন সফরে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এছাড়া পুরনো আঘাতও ছিল তাঁর পায়ে। কলকাতায় ফেরার পর তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সে কারণেই বাড়ি থেকে বেরতে পারছেন না মমতা।