Hookah Bar Ban: কেন বন্ধ হুকা বার? পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব বিচারপতি মান্থার

Hookah Bar Ban: গত বছরের ডিসেম্বর হুকা বার বন্ধ করার কথা বলেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছিলেন, হুকায় যে কেমিক্যাল ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

Hookah Bar Ban: কেন বন্ধ হুকা বার? পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব বিচারপতি মান্থার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 5:32 PM

কলকাতা : প্রথমে কলকাতা ও পরে বিধাননগরে সব হুকা বার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে আগেই। হুকা বারের লাইসেন্স বাতিল করার কথা বলেছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। বেশ কিছু যুক্তিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা রিপোর্ট চাইলেন কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে। কলকাতা ও বিধাননগরে হুকা বার বন্ধ কেন? তা জানতে চেয়েছে আদালত। আগামী সপ্তাহের মঙ্গলবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

সম্প্রতি কলকাতা ও বিধাননগরে পুরনিগমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় হুকা বার চালানো যাবে না। এরপই অ্যাসোসিয়েশন অব রেস্টুরেন্টের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, পুর আইনে হুকা বার বন্ধ করার কথা বলা নেই। অথচ পুলিশ পুরসভার অর্ডার দেখিয়ে বন্ধ করে দিচ্ছে রেস্তোরাঁ। এতে কলকাতা ও বিধাননগর জুড়ে প্রায় এক হাজার রেঁস্তোরার ব্যবসায় সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের দাবি হুকায় ভেষজ তামাক ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ শুনেই রিপোর্ট তলব করেছেন বিচারপতি।

গত বছরের ডিসেম্বর হুকা বার বন্ধ করার কথা বলেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছিলেন, হুকায় যে কেমিক্যাল ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।  এর ফলে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই লাইসেন্স বাতিল করা হবে। নতুন লাইসেন্স দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। কলকাতার পর বিধাননগরেও একই নির্দেশিকা জারি হয়। পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত কড়া পদক্ষেপ করতে তৎপর হন। বিধাননগর পুলিশ কমিশনারকে পদক্ষেপ করতে চিঠি দেন তিনি। এরপরই বিধাননগর পুর এলাকায় হুকা বার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর সমস্য়া পড়েছেন ব্যবসায়ীরা।